
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে গুড নেইবারস বাংলাদেশ সিরাজগঞ্জ সিডিপির আয়োজনে বিশেষ স্বাস্থ্য ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে সিডিপি ঘুড়কা কার্যালয়ে এ স্বাস্থ্য ক্যাম্পেইনে সভাপতিত্ব করেন প্রকল্প ব্যবস্থাপক মোশাররফ হোসেন।
সিডিপি মেডিকেল অফিসার ডা: আব্দুর রহমানের সঞ্চালনায় স্বাস্থ্য ক্যাম্পেইনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ রিয়াজুল ইসলাম।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা ডা: মো: ইমান আলী, সিডিপি হেলথ্ ম্যানেজার আবুল ফাত্তাহ্, মেডিকেল অফিসার ডা: মো: আবু হাসান শেখ, হেলথ্ অফিসার ডা: মো: রাশিদুল হাসান, সিরাজগঞ্জ সিডিপির
সিডিসি সভাপতি এনামুল হক সহ আরো অনেকে। আলোচনা সভায় বক্তারা
স্বাস্থ্য বিধি সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে সকলকে সচেতন হওয়ার আহবান জানান। এসময় তিনজন বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা ১৭৫ জন রোগীকে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। একই সাথে ৪৩০ জনের মধ্যে পুষ্টিকর খাবার ও স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।