রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ–তাড়াশ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর দলীয় মনোনয়ন প্রত্যাশী ভিপি আয়নুল হকের বিরুদ্ধে একটি অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে চান্দাইকোনা নিজ দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভিপি আয়নুল হক। তিনি বলেন, “আমার রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ণ করার লক্ষ্যে একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে আমার বিরুদ্ধে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করেছে। সংবাদে উল্লিখিত অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং মনগড়া।”
তিনি আরও বলেন, “আমি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমার জনপ্রিয়তা ও তৃণমূলের গ্রহণযোগ্যতায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল এই ধরনের সংবাদ প্রকাশ করিয়েছে।”
সংবাদ সম্মেলনে ভিপি আয়নুল হক সংশ্লিষ্ট সংবাদটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, “আমি সাংবাদিক সমাজের প্রতি অনুরোধ জানাচ্ছি—সত্যতা যাচাই না করে কোনো বিভ্রান্তিকর তথ্য প্রকাশ থেকে বিরত থাকবেন।
সংবাদ সম্মেলনে বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ, দলীয় কর্মী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.