রায়গঞ্জ সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ-৩(রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা) নির্বাচনী এলাকা হতে বিএনপি দলীয় মনোনয়ন প্রত্যাশী, জাতীয় পর্যায়ের সফল নারী উদ্যোক্তা ও বিশিষ্ট শিল্পপতি রুহী আফজালকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। (১৫ ফেব্রুয়ারী) শনিবার বিকেলে উত্তরবঙ্গের প্রবেশদ্বার চান্দাইকোনা বাসস্ট্যান্ডে চান্দাইকোনা ইউনিয়ন বিএনপি'র পক্ষ থেকে তাকে এ গণসংবর্ধনা দেওয়া হয়েছে।
গণসংবর্ধনা অনুষ্ঠানে বিএনপি'র নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে সংবর্ধিত অতিথি শিল্পপতি রুহী আফজাল বলেন, চান্দাইকোনার মানুষ আমাকে যে ভালোবাসা উপহার দিয়েছে সে ভালোবাসা আমি হৃদয়ের শোকেসে আমৃত্যু সাজিয়ে রাখবো এবং সারাজীবন রায়গঞ্জ,তাড়াশ ও সলঙ্গার মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করবো। চান্দাইকোনার মানুষ আমাকে যে,প্রচণ্ড ভালোবাসে,তা তারা কখনো মুখে প্রকাশ করেনি উপরন্ত তারা তাদের ভালোবাসা অন্তরে লুকিয়ে রেখেছিলেন। আজ আনুষ্ঠানিকভাবে তারা আমাকে সংবর্ধিত করে তাদের অন্তরের সেই লুকায়িত ভালোবাসা প্রকাশ করলো,যার প্রমাণ আজ আমি পেলাম। এ সম্মান আমাকে সুন্দর আগামীর পথচলতে আরো সাহস বাড়িয়ে দিয়েছে এবং উচ্ছ্বসিত ও অভিভুত করেছে। এ সম্মান আমার আগামীর অগ্রযাত্রাকে অনুপ্রাণিত করবে এবং ঐক্যে বদ্ধন অটুট রাখবে। উদরতার পরিচয় দিয়ে চান্দাইকোনা ইউনিয়ন বিএনপি ও ভিপি আয়নুল হক আমাকে সম্মানিত করার জন্য ধন্যবাদ জানাচ্ছি ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। এ সম্মানের জন্য আমি চান্দাইকোনা ইউনিয়ন বিএনপিসহ সাধারণ মানুষের কাছে চিরোঋণী হয়ে থাকবো। শিল্পপতি রুহী আফজাল তার জনকল্যাণমুখী অগ্রযাত্রা অব্যাহত রাখতে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন। চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মোমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু সামার পরিচালনায় অনুষ্ঠিত গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক,রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ভিপি আয়নুল হক, রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি সামছুল হক খান,ধুবিল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম হাবু, চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক আনোয়ার হোসেন খান,রায়গঞ্জ উপজেলা যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি শামীমুর রহমান খোন্দকার, রায়গঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক,সাবেক ছাত্রনেতা শাহিন তালুকদার,সাগর হোসেন ও ছাত্রনেতা কাবিল হোসেনল প্রমুখ।
এদিকে বিকালে ৫শতাধিক মটরসাইকেল বহর নিয়ে শিল্পপতি রুহী আফজাল চান্দাইকোনায় পৌছালে বিএনপি ও অঙ্গ-সহযোগি সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ ফুল দিয়ে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।