নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের রায়গঞ্জে দিনদুপুরে এক মুদি ব্যবসায়ীর কাছ থেকে ৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ স্থানীয়রা প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।
রোববার (১৪ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার ধানগড়া বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। ছিনতাইয়ের শিকার ব্যবসায়ীর নাম আশাদুল ইসলাম (৩৪)। তিনি ধানগড়া বাসস্ট্যান্ড এলাকায় একটি মুদি দোকান পরিচালনা করেন।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, আশাদুল ইসলাম নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে ব্যাংকে টাকা জমা দিতে যাওয়ার সময় কয়েকজন সন্ত্রাসী দেশীয় অস্ত্রের মুখে তার কাছ থেকে ৪ লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। ঘটনার পরপরই স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করলে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে রায়গঞ্জ থানা পুলিশ ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। প্রশাসন ও পুলিশের আশ্বাসে পরে অবরোধ তুলে নেন স্থানীয়রা।
ভুক্তভোগী মুদি ব্যবসায়ী আশাদুল ইসলাম অভিযোগ করে বলেন, “আমি দোকান থেকে ৪ লাখ টাকা নিয়ে ব্যাংকে জমা দিতে যাচ্ছিলাম। ধানগড়া বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে পৌর যুবদলের সদস্য সচিব তৌকির আহমেদ স্বপনসহ প্রান্ত, তানভীর ও আরাফাত দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে টাকা ছিনিয়ে নেয়। আমি এ ঘটনায় থানায় মামলা করবো।”
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “স্থানীয়রা ক্ষোভে সড়ক অবরোধ করেছিল। ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া বলেন, “পুলিশ পৌঁছানোর আগেই ছিনতাইকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.