
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে চান্দাইকোনা পূবালী ব্যাংক লিমিটেডের ৫১১তম শাখার উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে এক বর্ণাঢ্য আয়োজনে শুভ উদ্বোধন করেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো: শাহনেওয়াজ খান।
উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান এএসএম রায়হান শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পূবালী ব্যাংকের মহাব্যবস্থাপক ও বিভাগ প্রধান (জেনারেল ব্যাংকিং ও অপারেশন বিভাগ) ফয়জুল হক শরীফ, শাখা ব্যবস্থাপক আব্দুল মজিদ তালুকদার, মার্কেট মালিক হেলাল উদ্দিন ফকির সহ আরো অনেকে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, রায়গঞ্জে পূবালী ব্যাংকের শাখা চালু হওয়ায় এলাকার ব্যবসা-বাণিজ্যে নতুন সম্ভাবনা তৈরি হলো। এই শাখা থেকে গ্রাহকরা পাবেন আধুনিক ব্যাংকিং সুবিধা— যেমন ডিজিটাল লেনদেন, রেমিট্যান্স, কৃষি ও ক্ষুদ্রঋণ, শিক্ষা ঋণ এবং উদ্যোক্তা সহায়তা।
ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো: শাহনেওয়াজ খান বলেন, “পূবালী ব্যাংক দেশের সর্ববৃহৎ প্রাইভেট ব্যাংক হিসেবে গ্রামীণ জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর। রায়গঞ্জ শাখা স্থানীয় উন্নয়ন ও আর্থিক অন্তর্ভুক্তিতে বড় ভূমিকা রাখবে।”
তিনি আরো বলেন, “ব্যাংকিং সেবার সম্প্রসারণ শুধু অর্থনীতিই নয়, মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পূবালী ব্যাংকের এ উদ্যোগ রায়গঞ্জের জনগণের জন্য ইতিবাচক দৃষ্টান্ত।”
আলোচনা সভা শেষে প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ ফিতা কেটে পূবালী ব্যাংকের চান্দাইকোনা শাখার শুভ উদ্বোধন করেন। পরে
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। স্থানীয় ব্যবসায়ী ও গ্রাহকদের ভিড়ে ব্যাংক প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.