
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধ: সিরাজগঞ্জের রায়গঞ্জে গুড নেইবারস বাংলাদেশ সিরাজগঞ্জ সিডিপির আয়োজনে পার্টনার স্কুলের শিক্ষকদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে সিডিপি ঘুড়কা কার্যালয়ে সিডিপি ম্যানেজার মোশাররফ হোসেনের সভাপতিত্বে এ কর্মশালা শুরু হয়ে।
প্রোগ্রাম ফ্যাসিলিটেটর সোনিয়া আফরিনের সঞ্চালনায় প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: জাকির হোসেন, উপজেলা শিক্ষা অফিসার আপেল মাহমুদ, একাডেমিক সুপারভাইজার, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আল মাহমুদ, তাড়াশ মহিলা কলেজের অধ্যক্ষ জাফর ইকবাল সহ আরো অনেকে। উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রাথমিক ও মাধ্যমিক ৩৩টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৪৪ শিক্ষক অংশগ্রহণ করে।