রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে চান্দাইকোনা কলেজ শাখা ছাত্রদলের আয়োজনে নারীদের প্রতি সহিংসতা ও সন্ত্রাসী কর্মকার্ন্ড বন্ধের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার বিকেলে কলেজের সামনে (ঢাকা-বগুড়া) মহাসড়ক এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ভিপি আয়নুল হক, চান্দাইকোনা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমিনুল ইসলাম, চান্দাইকোনা কলেজ শাখা ছাত্রদলের সভাপতি শাহীন সুমন সহ অত্র কলেজের শিক্ষক-শিক্ষিকা মন্ডলী। এসময় তারা নারীদের সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিত করতে কঠোর হুঁশিয়ারি দেন।