রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: নবাগত জেলা প্রশাসকের সাথে রায়গঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ হলরুমে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, নবাগত জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম।
উপজেলা নির্বাহী অফিসার হুমায়ুন কবিরের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আমির হামজা, উপজেলা বিএনপির সভাপতি শামসুল হক, সলঙ্গা, থানা বিএনপির সভাপতি মতিউর রহমান মতি, উপজেলা জামায়তের আমীর আলী মোর্তুজা, সলঙ্গা জামায়াতের আমীর গফুর মওলা, পৌর বিএনপির সভাপতি হাতেম আলী সুজন, সাধারণ সম্পাদক রাশেদুল হাসান মিরন, সাবেক পৌর সভার মেয়র মোশাররফ হোসেন আকন্দ, প্রেসক্লাবের আহবায়ক আবুল কালাম বিশ্বাস, উপজেলা প্রেসক্লাবের সভাপতি শেখ মোহাম্মদ মোস্তফা নুরুল আমীন ,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফয়সাল, রিয়াদ, শ্রাবণ সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা বৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী বৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মী বৃন্দ সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।