
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে নবাগত ইউএনও হুমায়ুন কবির এর সাথে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ হলরুমে এ সভায় সভাপত্বি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়ুন কবির।
যায়যায় দিন পত্রিকার রায়গঞ্জ প্রতিনিধি এম আব্দুল্লাহ সরকারের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের আহবায়ক আবুল কালাম বিশ্বাস, উপজেলা প্রেসক্লাবের সভাপতি শেখ মোহাম্মদ মোস্তফা নুরুল আমিন, সলঙ্গা প্রেসক্লাবের সভাপতি কোরবান আলী, রিপোর্টাস ইউনিটির সভাপতি আব্দুর রাজ্জাক রানা সহ প্রেসক্লাব, উপজেলা প্রেসক্লাব ও রিপোর্টাস ইউনিটির অন্যান্য সংবাদকর্মী বৃন্দ।
এসময় নবাগত ইউএনও তার বক্তব্যে বলেন, সকলের সহযোগিতা নিয়ে দুর্নীতি, ইভটিজিং ও বাল্য বিবাহ বন্ধ সহ উপজেলার অবকাঠামোগত উন্নয়ন বিষয়ে এগিয়ে নেয়া যাবে বলে মন্তব্য করেন। সেই সাথে সাংবাদিকদের বস্তু নিষ্ঠ সংবাদ তুলে ধরার আহবান জানান তিনি।