
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে হাজী ওয়াহেদ-মরিয়ম অর্নাস কলেজের নবনিযুক্ত সভাপতি ভিপি আয়নুল হককে সংবর্ধনা দেওয়া হয়েছে।
এ উপলক্ষে রবিবার দুপুরে কলেজের হলরুমে অধ্যক্ষ আমিনুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক মনোনীত নবনিযুক্ত সভাপতি ভিপি আয়নুল হক।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি শামসুল হক, সহ-সভাপতি শামসুল হক খান, চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মোমিন, সাধারণ সম্পাদক আবু শামা সরকার সহ আরো অনেকে। পরে নবনিযুক্ত সভাপতি ভিপি আয়নুল হককে কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে ফুলেল তোরা দিয়ে বরণ করে নেয়া হয়।