রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে জোর পূর্বক তিন ফসলী জমিতে নূর সীডর্স কোম্পানি তৈরির প্রতিবাদে ও আবাদি জমি রক্ষায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে ভুক্তভোগীরা। মঙ্গলবার সকালে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের (ঢাকা-বগুড়া) মহাসড়কের দাথিয়া দিগর নামক স্থানে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন, দাথিয়া দিগর গ্রামের কৃষক ইসরাফিল হোসেন, আনোয়ার হোসেন, শাহাদাৎ হোসেন, আলমগীর হোসেন, ইমরুল হোসেন, এনামুল হক সহ আরো অনেকে।
বক্তারা জানান, চান্দাইকোনা ইউপির দাথিয়াদিগর ও তবাড়িপাড়া মৌজায় তিন ফসলী আবাদি জমি নামমাত্র ক্রয় করে অতিরিক্ত ২৫ থেকে ৩০ বিঘা জমি নূর সীডর্স কোম্পানি জোর পূর্বক বেদখল করার চেষ্টা করে। পরে ভুক্তভোগী কৃষকদের তোপের মুখে কোম্পানির লোকজন পালিয়ে যায়। মূলত একদল ভূমিদস্যু কৃষকদের প্রথমে অতিরিক্ত টাকার লোভ দেখিয়ে কিছু জমি ঐ কোম্পানির নামে ক্রয় করে। পরে অন্য কৃষকদের মামলা হামলা ও নানামুখী ভয়ভীতি দেখিয়ে কৃষকের জমি অপদখলের পাঁয়তারা করে। তারা আরো অভিযোগ করে জানান, আমাদের পৈতৃক সম্পত্তি ক্রয় না করেই কোম্পানি জোর পূর্বক বাউন্ডারি নির্মাণ শুরু করে। এতে বাধা দিতে গেলে কোম্পানির লোকজন আমাদের নানাবিধ ভয়ভীতি ও প্রাণ নাশের হুমকি প্রদান করে। তাই প্রশাসনের কাছে আমাদের জীবনের নিরাপত্তা ও আবাদি জমি রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। সেই সাথে তিন ফসলী জমিতে গড়ে ওঠা নূর সীডর্স কোম্পানির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করছি।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.