রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: ‘তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে’, এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সিরাজগঞ্জের রায়গঞ্জে র্যালি ও আলোচনার সভার মধ্য দিয়ে ৭ম জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে রোববার উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে র্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা নির্বাহী অফিসার হুমায়ুন কবিরের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা নির্বাচন অফিসার সুদেব কুমার রায়।
আরও বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুর রউফ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইলিয়াস হাসান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শরিফুল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মেহেদী হাসান, উপজেলা সহকারী প্রোগ্রামার মহায়মেনু, প্রেসক্লাবের আহবায়ক আবুল কালাম বিশ্বাস, রিপোর্টাস ইউনিটির সভাপতি আব্দুর রাজ্জাক রানা, উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো: মামুনর রশিদ সহ আরো অনেকে।