রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জে রায়গঞ্জে ধানগড়া ইউনিয়ন ছাত্র দলের সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলামের উপর সন্ত্রাসী হামলা। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের।
অভিযোগ সূত্রে জানাযায়, মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে সলঙ্গা থানার ভুঁইয়াগাঁতী বাসস্ট্যান্ডে চরতেলিজানা গ্রামের মমতাজ মেম্বারের ছেলে মুজাহিদুল ইসলাম (২৫) ও একই গ্রামের মৃত হযরতের ছেলে যুবলীগ নেতা ফরিদুল ইসলামের কাছে পাওনা টাকা চাইতে গেলে বাপ-বিতণ্ডার ঘটনা ঘটে। পরবর্তীতে ফরিদুল ইসলাম দলবল নিয়ে ছাত্রদল নেতা মুজাহিদুল ইসলামের উপর হামলা চালায়। এ ঘটনায় মুজাহিদুল ইসলামকে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় মুজাহিদুল ইসলাম বাদি হয়ে রাতেই সলঙ্গা থানায় অভিযোগ দাখিল করেন। যেখানে ফরিদুল ইসলাম , স্বেচ্ছাসেবকলীগ নেতা কালা জাকারিয়া , চান্দাইকোনা ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আলীম মেম্বার, রায়গঞ্জ পৌর সভার সাবেক মেয়র আব্দুল্লাহ আল পাঠান, আওয়ামীলীগ নেতা আব্দুল মমিন পাঠান, কামরুজ্জান মেলা সহ ১৫ জনের নাম উল্লেখ করে, অজ্ঞাত ১০/১২ জনের নামে অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত ওসি) মনোজিত কুমার নন্দী মুঠোফোনে জানান, অভিযোগের বিষয়ে আমার জানা নেই, তবে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.