
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে চান্দাইকোনা বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে চান্দাইকোনা বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠ চত্বরে প্রধান শিক্ষক মুহম্মদ আব্দুল মুকীতের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সহকারী শিক্ষক সোহেল রানার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি আয়নুল হক।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা অফিসার মো: জাকির হোসেন, সাবেক উপজেলা বিএনপির সহ-সভাপতি শামসুল হক খান, অভিভাবক সদস্য, এসএম সাগর, আবুল হাশেম, রফিকুল ইসলাম টেনিস, মোছাঃ রিনা পারভীন, ফিরোজ আহমেদ সরকার রঞ্জু, চান্দাইকোনা ইউনিয়ন জাতীয়তাবাদী শ্রমিক দলের যুগ্ম আহবায়ক এসএম সোহাগ, চান্দাইকোনা কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক শাহিন হোসেন সহ শিক্ষক-কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।