রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন" এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের রায়গঞ্জে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্যে দিয়ে আন্তর্জাতিক নারী দিবস-২০২৫ পালিত হয়েছে।
রবিবার (৯ মার্চ) সকালে গুড নেইবারস বাংলাদেশ সিরাজগঞ্জ সিডিপির আয়োজনে একটি র্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে হলরুমের সামনে এসে শেষ হয়। পরে সিডিপি ম্যানেজার মোশাররফ হোসেনের সভাপতিত্বে হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সহকারী প্রোগ্রাম ম্যানেজার শফিউদ্দীন খানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খাদিজা নাসরিন। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিডিপি সদস্য মুনজুয়ারা খাতুন, কো-অপারেটিভ সভাপতি রোজিনা খাতুন, প্রোগ্রাম ফ্যাসিলিটেটর সোনিয়া আফরিন, দৈনিক সমকাল পত্রিকা ও গ্লোবাল টেলিভিশনের রায়গঞ্জ প্রতিনিধি মোঃ মামুনর রশিদ সহ আরো অনেকে। আলোচনা সভা শেষে এ বছর হাসিনা খাতুনকে সাহসিকা নারী সম্মাননা প্রদান করা হয়।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.