
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে গর্ভবতী মায়েরদের নিয়ে প্রাতিষ্ঠানিক ভাবে ডেলিভারিতে উদ্বুদ্ধকরণ বিষয়ক বিশেষ স্বাস্থ্য ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। গুড নেইবারস সিরাজগঞ্জ সিডিপির আয়োজন বুধবার বিকেলে কেসি ফরিদপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এ ক্যাম্পেইনে স্বাগত বক্তব্য রাখেন, সিডিপি ম্যানেজার মোশাররফ হোসেন।
মেডিকেল অফিসার ডা: আব্দুর রহিমের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আমিমুল ইহসান তৌহিদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নলকা ইউনিটের মেডিকেল অফিসার ডা: মো: আবুল হাসান, মেডিকেল অফিসার ডা: মো: পারভেজ আহমেদ, সমাজ সেবক বাহারুল ইসলাম, গ্লোবাল টেলিভিশনের রায়গঞ্জ প্রতিনিধি মোঃ মামুনর রশিদ সহ আরো অনেকে।
উক্ত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন গ্রামের হতদরিদ্র ৩ শতাধিক গর্ভবতী মায়েদের নিয়ে প্রাতিষ্ঠানিক ভাবে ডেলিভারিতে উদ্বুদ্ধকরণ বিষয়ে আলোচনা করা হয়। সেই সাথে বিনামূল্যে বিভিন্ন ধরনের স্বাস্থ্য সেবাও প্রদান করা হয়।