রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে করতোয়া বহুমূখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১ টায় বিদ্যালয় মাঠ চত্বরে প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম সিরাজের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সহকারী শিক্ষক জাকির হোসেন রাজুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক , সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ভিপি আয়নুল হক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চান্দাইকোনা কলেজের প্রভাষক মোঃ সাজেদুল ইসলাম আঙ্গুর, ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোঃ হযরত আলী, চান্দাইকোনা ইউনিয়ন যুবদলের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন, চান্দাইকোনা কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মোঃ শাহীন সুমন সহ আরো অনেকে।