
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে শিক্ষার্থীদের মেধা বিকাশে মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে উপজেলা পর্যায়ে ওয়ার্ড মাস্টার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে বে-সরকারী উন্নয়ন সংস্থা গুডনেইবারস সিরাজগঞ্জ সিডিপির আয়োজনে ধানগড়া মডেল উচ্চ বিদ্যালয়ের হলরুমে এই প্রতিযোগিতা হয়।
সিডিপি ম্যানেজার মোশাররফ হোসেনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: জাকির হোসেন।
সহকারী প্রোগ্রাম ম্যানেজার শাফিউদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, গুড নেইবারস বাংলাদেশ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এরিয়া প্রধান মি: যোসেফ ডায়াস, ধানগড়া মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সনাতন কুমার, প্রোগ্রাম ফ্যাসিলিটেটর সোনিয়া আফরিন সহ আরো অনেকে।
শিক্ষার্থীদের ইংরেজি বিষয়ে দক্ষ করতে উপজেলার ৪৪টি বিদ্যালয়ের শিক্ষার্থী ওয়ার্ড মাষ্টার প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়।