রায়গঞ্জে আরডিওর বিরুদ্ধে প্রভাব খাটিয়ে গুদামে ধান সরবরাহের অভিযোগ

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা (আরডিও) মো. শফিকুল ইসলামের বিরুদ্ধে সরকারি খাদ্য গুদামে ধান সরবরাহে দপ্তরীয় প্রভাব ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, তিনি দরিদ্র ও প্রকৃত কৃষকদের প্রাপ্য সুযোগ কেড়ে নিয়ে নিজের পরিচিতদের নামে গুদামে ধান ঢুকিয়েছেন।

তথ্য অনুসন্ধানে জানা গেছে, আরডিও শফিকুল ইসলাম তার নিজ এলাকা উল্লাপাড়ার বিভিন্ন গ্রাম থেকে ধান কিনে রায়গঞ্জ খাদ্য গুদামে সরবরাহ করেন। এ কাজে তাকে সহায়তা করেন পল্লী উন্নয়ন অফিসের পরিদর্শক লুৎফর রহমান ও অফিস সহায়ক আবুল কালাম। তাদের পরিবারের সদস্যদের কৃষি কার্ড ব্যবহার করে সরকারি গুদামে প্রায় ২৪৯ মন ধান সরবরাহ করা হয়।

খাদ্য গুদাম সূত্রে জানা যায়, ধান সরবরাহে ব্যবহৃত হয় লুৎফরের পিতা সিরাজুল ইসলাম, চাচাতো ভাই মুজাম হোসেন এবং আবুল কালামের ভাই আসাদুল ইসলামের নাম। তবে এই ব্যক্তিরা জানান, তারা নিজেরা কোনো ধান দেননি, বরং তাদের অজ্ঞাতসারে এসব ব্যবহার করা হয়েছে।

বুলাকীপুর গ্রামের কৃষক সিরাজুল ইসলাম বলেন, “আমি ধান দিইনি, দামও পাইনি। শুনেছি, লুৎফরের কাছেই টাকাগুলো আছে।” মুজাম হোসেন জানান, “ব্যাংকে গিয়ে শুধু স্বাক্ষর দিয়েছি। অনলাইনে আবেদন বা অন্য কোনো কার্যক্রমে অংশ নেই।”

অফিস সহায়ক আবুল কালাম বলেন, “আমার ভাই ধান দেবে বলেছিল, আমি বিষয়টি স্যারকে জানিয়েছিলাম। এরপর কী করেছে, বলতে পারি না।” তবে আসাদুল ইসলামের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় কৃষকরা অভিযোগ করেন, অনলাইনে আবেদন করেও প্রকৃত কৃষকরা গুদামে ধান দিতে পারেননি, অথচ কোনো আবেদন ছাড়াই বাইরের লোকদের নামে গুদামে ধান সরবরাহ করা হয়েছে। তারা দোষীদের বিরুদ্ধে তদন্ত ও শাস্তির দাবি জানান।

ওই অফিসের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “স্যারের নির্দেশেই নির্দিষ্ট কিছু লোকের কাছ থেকে ধান নিয়ে গুদামে ঢোকানো হয়েছে।”

আরডিও শফিকুল ইসলাম প্রথমে জানান, “দুই কর্মচারীর অনুরোধে গুদাম কর্তৃপক্ষকে জানানো হয়েছিল, আমি নিজে ধান বিক্রি করিনি।” পরে যোগাযোগ করা হলে বলেন, “আপনারা যা পারেন করেন।”

চান্দাইকোনা এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নুরুল ইসলাম বলেন, “ওরা বড় অফিসার, আমরা ছোট। তাদের মান ক্ষুণ্ন করবেন না।” উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. সিরাজুল হক সরকার বলেন, “বিষয়টি আমার জানা নেই।”

রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হুমায়ুন কবির বলেন, “অভিযোগ গুরুত্বসহকারে পর্যবেক্ষণ করছি। সুনির্দিষ্ট প্রমাণ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”

সচেতন মহলের মতে, একজন দায়িত্বশীল কর্মকর্তা যদি ব্যক্তিগত স্বার্থে দরিদ্র কৃষকদের প্রাপ্যতা থেকে বঞ্চিত করেন, তা প্রশাসনিক অনিয়মের পাশাপাশি নৈতিকতার বড় ধরনের লঙ্ঘন। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক ব্যবস্থার দাবি জানিয়েছেন তারা।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

কবরস্থানের সভাপতির পদেও নির্বাচন: চাটমোহরে যুবদল-শ্রমিকদলের মুখোমুখি লড়াই!

নিজস্ব প্রতিবেদক: রাজনৈতিক উত্তাপ এবার ছড়াল কবরস্থানেও! পাবনার চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের বালুদিয়ার, মহরমখালী ও জগতলা (আংশিক) গ্রামের মানুষের ব্যবহৃত ‘জান্নাতুল বাকি’ কবরস্থানের সভাপতি নির্ধারণে

সচল হচ্ছে শেখ হাসিনার সব পুরোনো মামলা

ঠিকানা টিভি ডট প্রেস: ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৬ বছর আগে রাষ্ট্রক্ষমতায় আসেন। ক্ষমতায় আসার এক বছরের মাথায় ২০১০ সালে তার বিরুদ্ধে দায়ের হওয়া

সিরাজগঞ্জ রায়গঞ্জে পরকিয়া প্রেমে মাদ্রাসা শিক্ষক গণধোলাইয়ের শিকার

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে পরকিয়া প্রেমের জেরে দেখা করতে এসে গণধোলাইয়ের শিকার হয়েছেন এক মাদ্রাসা শিক্ষক। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ধুবিল ইউনিয়নের মালতিনগর এলাকায় এ ঘটনা

২০২৬ সালের প্রথমার্ধের মধ্যে জাতীয় নির্বাচন

ঠিকানা টিভি ডট প্রেস: আগামী বছরের শেষ দিক থেকে ২০২৬ সালের প্রথমার্ধের মধ্যে জাতীয় নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মহান বিজয়

মাত্র ২ মাসেই খোলা ময়দানে তৈরি হল বাংলাদেশের বিশ্বকাপ ভেন্যু

ঠিকানা টিভি ডট প্রেস: সবমিলিয়ে আর মাত্র ১৬ দিন। এরপরই যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে শুরু হবে ব্যাটে-বলের সেই লড়াই। যেখানে চার-ছক্কার জোর যার বেশি,

টান টান উত্তেজনার ম্যাচে আশা জাগিয়েও পারল না বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: টান টান উত্তেজনার ম্যাচে আশা জাগিয়েও বিজয়ের মুখ দেখতে পারল না বাংলাদেশ, পারল না কোনো পয়েন্ট অর্জন করতেও। এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বে সিঙ্গাপুরের