রায়গঞ্জে আয়না ঘর থেকে ছয় মাস পর মুক্তি পেলেন নিখোঁজ শিল্পী খাতুন ও বৃদ্ধ আব্দুল জুব্বার

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জ রায়গঞ্জে রহস্যময় ‘আয়না ঘর’ থেকে ছয় মাস নিখোঁজ থাকা দুই ব্যক্তি-শিল্পী খাতুন ও বৃদ্ধ আব্দুল জুব্বার—অবশেষে অক্ষত অবস্থায় উদ্ধার হয়েছেন। শুক্রবার (২ মে) ভোররাতে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের সোনারাম পূর্বপাড়া গ্রামে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে।

মুক্তিপ্রাপ্ত শিল্পী খাতুন রায়গঞ্জ উপজেলার লক্ষীবিষ্ণুপ্রসাদ গ্রামের মুনসুর আলীর স্ত্রী। অপরজন, বৃদ্ধ আব্দুল জুব্বার, পূর্বপাইকড়া গ্রামের মৃত রুস্তম শেখের পুত্র। পরিবার জানায়, তাঁরা দীর্ঘ ছয় মাস ধরে নিখোঁজ ছিলেন এবং এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, চান্দাইকোনা ইউনিয়নের সোনারাম পূর্বপাড়া গ্রামের জহুরুল ইসলামের ছেলে সুমনের বাড়ির একটি ঘরে তাঁদের আটকে রাখা হয়। এই ঘরটি স্থানীয়দের কাছে ‘আয়না ঘর’ নামে পরিচিত। সেখানে একটি সংঘবদ্ধ চক্র তাঁদের জিম্মি করে রেখেছিল বলে অভিযোগ।

ভুক্তভোগীরা জানান, শুক্রবার রাত তিনটার দিকে তাঁরা একটি ধারালো কাঁচি দিয়ে মাটি খুঁড়ে সুরঙ্গ তৈরি করে আয়না ঘর থেকে পালিয়ে আসেন। পরবর্তীতে তাঁদের দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশ, সেনাবাহিনী, সংবাদকর্মী ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায় এবং ঘরটি ঘিরে ফেলে।

এ সময় চক্রের একজন সদস্য, নাজমুল ইসলাম আরফাতকে জিজ্ঞাসাবাদের জন্য গোয়েন্দা সংস্থার সদস্যরা আটক করে নিয়ে যান।

রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান জানান, “ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিখোঁজ ব্যক্তিদের পরিবারের পক্ষ থেকে পূর্বে অভিযোগ করা হয়েছিল। প্রাথমিক তদন্তে একটি সংঘবদ্ধ চক্রের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।”

এই ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্য বিরাজ করছে। স্থানীয়রা দাবি করছেন, আয়না ঘর নিয়ে দীর্ঘদিন ধরেই নানা রহস্যময় গুঞ্জন ছিল। ঘটনাটি উদঘাটনের মাধ্যমে অনেক প্রশ্নের উত্তর মিলবে বলে তাঁরা আশা প্রকাশ করেছেন।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

এবার কুষ্টিয়ায় ব্যাংকের ভল্ট ভেঙে টাকা চুরি’

নিজস্ব প্রতিবেদক: বান্দরবানে একাধিক ব্যাংকে চুরি-ডাকাতির পর এবার কুষ্টিয়ার কুমারখালীতে একটি ব্যাংকে চুরির খবর পাওয়া গেছে। উপজেলার আলাউদ্দিন নগরে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকের শাখা অফিসে

প্রথমবারের মতো গরুর ওপর কর নির্ধারণ

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বে প্রথমবারের মতো গরুর ওপর কর নির্ধারণ করেছে ইউরোপের অন্যতম কৃষি ও খামার নির্ভর অর্থনীতির দেশ ডেনমার্ক। পশু পালনকারী এবং খামারীকে গরুপ্রতি বছরে

ভুঞাপুরে অবৈধভাবে বালু উত্তোলণ বন্ধ এলাকাবাসীর সড়ক অবরাধ ও গাড়ি ভাঙচুর

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের ভুঞাপুরে যমুনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলণ বন্ধ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে স্থানীয়রা। এছাড়া বালুর ঘাটে থাকা ভেকু (মাটিকাটা যন্ত্র),

টাঙ্গাইলে বদলির আদেশ হলেও কর্মস্থলে পরিবেশ কর্মকর্তা

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলে পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মিয়া মাহমুদুল হককে অন্যত্র বদলি করা হলেও এখনও তিনি কর্মস্থলে রয়েছেন। পরিবেশ অধিদপ্তরের উপ-সচিব মো. আব্দুল্লাহ আল

ফেসবুকে অপপ্রচার বন্ধে মেটাকে ব্যবস্থা নিতে বললেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানকে বিতর্কিত করতে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কয়েকটি দেশ থেকে বাংলাদেশবিরোধী অসত্য তথ্য প্রচার করা হচ্ছে। এসব বিভ্রান্তমূলক প্রচারণা মোকাবিলার জন্য

বিজ্ঞাপনঃ

আরো খবর দেখুন