
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে গুড নেইবারস বাংলাদেশ সিরাজগঞ্জ সিডিপির আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে। টেকসই উন্নয়ন, লক্ষ্য অর্জন এবং ভবিষ্যতের দিকনির্দেশনা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার বিকালে সিডিপি ঘুড়কা কার্যালয় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সিডিপি প্রকল্প ব্যবস্থাপক মোশাররফ হোসেনের সভাপতিত্বে আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক জেলা উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আজহারুল ইসলাম।
নেইচার এন্ড পিচ ক্লাব সদস্য বাসেত সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, সিডিসি সভাপতি এনামুল হক সহ আরো অনেকে।
অনুষ্ঠানে যুবকদের সঠিক দিকনির্দেশনা প্রদানের মাধ্যমে অতিথিগণ তাদের মূল্যবান বক্তব্য প্রদান করেন। কেক কর্তন, র্যালী এবং বৃক্ষ রোপনের মাধ্যমে আন্তর্জাতিক যুব দিবসে কার্যক্রমের সমাপনী ঘোষণা করেন সিডিপি প্রকল্প ব্যবস্থাপক মোশারফ হোসেন।