রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে অসুস্থ এক বিএনপি কর্মীর খোঁজ-খবর নিতে তার বাড়িতে যান সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তারাশ) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সাবেক ভিপি আয়নুল হক। শনিবার সকালে উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের চকনুর গ্রামের ওই কর্মী আব্দুল আজিজের বাসায় গিয়ে তিনি পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
এ সময় অসুস্থ কর্মীর দ্রুত আরোগ্য কামনা করে ভিপি আয়নুল হক ব্যক্তিগত ও দলীয়ভাবে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। তার এ আকস্মিক আগমনকে কেন্দ্র করে স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ ও উচ্ছ্বাসের সৃষ্টি হয়।
ভিপি আয়নুল হক বলেন,
“দল করতে এসে কেউ বিনা চিকিৎসায় কষ্ট পাবেন—এটা আমরা হতে দেব না। এই সংগ্রাম জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন। তাই প্রতিটি কর্মীই আমাদের শক্তি।”
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার আব্দুল বাতেন, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হাফিজ, সাবেক উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আল-আমিনসহ উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।#
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.