রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে ফুলজোড় নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে শামীম খন্দকার নামে এক ব্যক্তিকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বরিবার (১২ অক্টোবর) রাতে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানার নেতৃত্বে ফুলজোড় নদীর বেড়াবাজুয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এসময় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে বালু ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০-এর ১৫(১) ধারায় অভিযুক্তদের বিরুদ্ধে ৭০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাসুদ রানা জানান, নদী ও ফসলি জমির ক্ষতি রোধে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে এ ধরনের কার্যক্রম চলমান থাকবে বলে তিনি হুঁশিয়ারি দেন।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.