আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশের অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন হয় গতকাল সোমবার'। এদিন ‘প্রাণপ্রতিষ্ঠা’ করা হয় রামলালার নতুন মূর্তিতে। নতুন মন্দির উদ্বোধনের দিন ফিরোজাবাদে এক মুসলিম নারী জন্ম পুত্রসন্তানের জন্ম দেন। রাম মন্দির উদ্বোধনের দিন সন্তান জন্ম ভূমিষ্ট হওয়ায় তার রাম রাখা হয়েছে ‘রামরহিম’।
ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, হিন্দু-মুসলিম সম্প্রদায়ের মধ্যে একতা এবং সম্প্রীতির বার্তা পৌঁছে দিতে নবজাতকের এই নাম রাখা হয়েছে বলে জানিয়েছে পরিবার।'
জেলা মহিলা হাসপাতালের ভারপ্রাপ্ত চিকিৎসক নবীন জৈন জানিয়েছেন, সোমবার একটি পুত্রসন্তানের জন্ম দিয়েছেন ফিরোজাবাদের এক নারী। সন্তান এবং মা দু’জনেই সুস্থ।
চিকিৎসক জৈন আরও জানিয়েছেন, নবজাতকের দাদি হুসনা বানু মূলত এই নাম রাখার কথা জানান পরিবারের সদস্যদের। নবজাতকের ‘রামরহিম’ নামে সমর্থন জানিয়েছে পরিবারের অন্য সদস্যরাও। হুসনা বানু বলেন, ‘হিন্দু এবং মুসলিম সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতেই নাতির নাম রেখেছি রামরহিম।’
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.