নিজস্ব প্রতিবেদক: ক্লাস করতে এসে ছাত্রলীগের রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখার এক নেতাকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছে সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার (৩ ডিসেম্বর)। বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট এ ঘটনা ঘটে।
আটককৃত ছাত্রলীগ নেতা ইনজামামুল হক বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী এবং মতিহার হল শাখা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ছিলেন। তিনি হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ভাস্কর সাহার অনুসারী ছিলেন। তার বিরুদ্ধে বিভিন্ন সময় সিট বাণিজ্য, মাদক ব্যবসা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করার জড়িত থাকার অভিযোগ আছে।
রাবি পুলিশ ফাঁড়ি ইনচার্জ মোহাম্মদ ইবনে ফিরোজ বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর একজন ছাত্রলীগের নেতা ধরার খবর দিলে আমরা গেলে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তাকে পুলিশের হাতে তুলে দেয়। বর্তমানে সে পুলিশ মতিহার থানায় পুলিশ হেফাজতে আছে।
এ বিষয়ে প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, বিষয়টা আমি অবগত আছি। তার বিরুদ্ধে শিক্ষার্থীদের কাছ থেকে এখন পযর্ন্ত কোনো অভিযোগ আমরা পাইনি। অভিযোগ পেলে ও তা প্রমাণিত হলে প্রশাসন থেকে ব্যবস্থা নেওয়া হবে।'
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.