রাবিতে একমঞ্চে শিবির-ছাত্রদল, যে আহ্বান জানালো শিক্ষার্থীদের

ঠিকানা টিভি ডট প্রেস: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) একমঞ্চে মতবিনিময় সভায় অংশ নিয়েছে শাখা ছাত্রদল এবং ছাত্রশিবির। শনিবার (০৯ নভেম্বর)। বিকালে বিশ্ববিদ্যালয়ের সামাজিক সংগঠন স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশনের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মোহা. ফরিদ উদ্দিন খান, প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার।’

বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার সংলগ্ন মুক্তমঞ্চে সামাজিক সংগঠন স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশন কর্তৃক ‘ছাত্র রাজনীতি সংস্কার প্রস্তাবে ছাত্র নেতৃবৃন্দের বোঝাপড়া’ শীর্ষক মতবিনিময় সভাটির আয়োজন করা হয়। সভায় ক্যাম্পাসের ক্রিয়াশীল সামাজিক ও রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো অংশ নেয়।

শাখা ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহী শিক্ষার্থীদের উদ্দেশ্যে আহ্বান জানিয়ে বলেন, ছাত্রদলের উদ্দেশ্য হলো ছাত্রদের দাবি আদায়ে কাজ করা। অতীতে ছাত্র রাজনীতি মানেই ছিল আধিপত্য বিস্তার করা ও সিট দখল করা। ছাত্রদল চায় নতুন রাজনৈতিক ধারা তৈরি করে রাজনীতির পরিবর্তন করতে। আমরা চাই হলে মেধার ভিত্তিতে সিট পাবে ও ছাত্ররা স্বাধীনভাবে চলাচল করবে। কোনো নেতাকর্মী অন্যায় করলে তার আইনানুযায়ী ব্যবস্থা হবে। আমরা ভুল করলে তা গণতান্ত্রিক উপায়ে ধরিয়ে দেওয়ার আহ্বান জানাচ্ছি।

রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবির সভাপতি আব্দুল মোহাইমেন বলেন, ছোটবেলা থেকে যে রাজনীতি দেখেছি তা আমরাও নিষিদ্ধ চাই। তবে রাজনীতিই যদি বন্ধ হয়ে যায় তাহলে আগামী দেশের নেতৃত্ব কারা দিবে? আমরা ক্যাম্পাসে শিক্ষা ও গবেষণামূলক এবং শিক্ষার্থীবান্ধব রাজনীতি চাই।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা’) অধ্যাপক মোহা. ফরিদ উদ্দিন খান বলেন, শুধু ছাত্ররাজনীতির পরিবর্তন করলেই হবে না। শিক্ষকদের রাজনীতি নিয়েও ভাবতে হবে। আজ যেভাবে সকল ছাত্র সংগঠন এখানে এক স্টেজে বসে আলাপ করছে। তেমনি বিশ্ববিদ্যালয়ের যেকোনো সংকটে তাদের এক স্টেজে এসে কাজ করতে হবে।

মতবিনিময় সভার সভাপতি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মেহেদী সজীব বলেন, আমরা চাই ক্যাম্পাসে রাজনৈতিক সংগঠনগুলো এক প্ল্যাটফর্মে এসে বিশ্ববিদ্যালয়ের কল্যাণে কাজ করুক। আমরা অতীতের ছাত্ররাজনীতি নিষিদ্ধ হওয়ার পক্ষে। নতুন দেশে আমরা একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাই৷

সংগঠনের সাধারণ সম্পাদক ফাহিম রেজার সঞ্চালনায় আরও বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তাসিন খান, রিসার্চ সোসাইটির সাবেক সেক্রেটারি সাকিবুল হাসাল, ফিজিক্যালি-চ্যালেঞ্জড ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (পিডিএফ)-এর সাবেক সভাপতি আশিকুর রহমান সোহাগ।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

কুতুবদিয়ায় পৌঁছেছে এমভি আবদুল্লাহ

নিজস্ব প্রতিবেদক: জলদস্যুদের হাত থেকে মুক্ত জাহাজ এমভি আবদুল্লাহ ও ২৩ নাবিক এক মাস পর কক্সবাজারের কুতুবদিয়ায় এসে পৌঁছেছে। সোমবার (১৩ মে’) বিকেলে বঙ্গোপসাগরের কুতুবদিয়া

কালো বিড়ালের থাবা বন বিভাগে

সিরাজগঞ্জে সাজ্জাদের নির্মাণাধীন ছয় তলা বাড়ি নিজস্ব প্রতিবেদক: কালো বিড়ালের থাবা থেকে রাহুমুক্ত হতে পারেনি বন বিভাগ। শীর্ষ কর্মকর্তাদের দুর্নীতি, অনিয়মে উজাড় হচ্ছে বন। অন্যদিকে

প্রধানমন্ত্রীর এই পিয়ন কে

নিজস্ব প্রতিবেদক: আজ গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমার পিয়নও ৪০০ কোটি টাকার মালিক। হেলিকপ্টার ছাড়া এলাকায় যেত না। জানতে পারার পর

হাসপাতালে ভর্তি খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ডের অধীনে তিনি

নির্বাচন অন্তবর্তী সরকারও চায়, তবে আগে সংস্কার: উপদেষ্টা রিজওয়ানা

ডেস্ক রিপোর্ট: নির্বাচন অন্তবর্তী সরকারও চায়, তবে এর আগে সংস্কারকে গুরুত্ব দেযা হচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বলেন, গণ অভুত্থান নির্বাচনের জন্য

যেসব কারণে মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের উপর চাপ সৃষ্টি করছে

নিজস্ব প্রতিবেদক: মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের উপর নতুন করে চাপ সৃষ্টি করছে। বৃহস্পতিবার গণভবনে ১৪ দলের সঙ্গে সভা করতে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই এ ব্যাপারে