রাজারবাগে লাশের সারি, পালাচ্ছেন পুলিশ সদস্যরা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মূল ব্যারাক রাজারবাগ পুলিশ লাইনসে আসতে শুরু করেছে বিভিন্ন থানায় বিক্ষুব্ধ জনতার হাতে নিহত পুলিশ সদস্যদের লাশ। লাশের গন্ধে ভারী হয়ে উঠেছে পুরো ব্যারাক। ডিএমপির বিভিন্ন থানায় অর্ধশতাধিক পুলিশ সদস্য নিহত হয়েছেন বলে ধারণা করছেন পুলিশ সদস্যরা। যদিও এ সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি। এমন পরিস্থিতিতে পুলিশ সদস্যরা কর্মবিরতি ঘোষণা করেছেন। কেউ কেউ পুরো বাহিনীর সংস্কার দাবি করেছেন।

এ পরিস্থিতিতে হামলার শঙ্কায় ব্যারাকে থাকা পুলিশ সদস্যরা যে যার মত পালাতে শুরু করেছেন। তবে ডিএমপির সিনিয়র পুলিশ কর্মকর্তারা অনুপস্থিত রয়েছেন।

মঙ্গলবার (৬ আগস্ট) দুপুরে পালাতে থাকা একাধিক পুলিশ সদস্য এসব তথ্য জানিয়েছেন।

তারা জানান, রাজারবাগ পুলিশ লাইনসে এখন পর্যন্ত যাত্রবাড়ী থানায় নিহত ৮ জন পুলিশ সদস্যের লাশ এসে পৌঁছে দিয়েছেন সাধারণ ছাত্র-জনতা। অন্যান্য থানায় নিহতদের লাশও আসছে বলে শোনা যাচ্ছে। শুধু রাজধানীর বিভিন্ন থানায় অর্ধশতাধিক পুলিশ সদস্য নিহত হয়েছেন বলে জানা গেছে।

এদিকে গতকাল সোমবার (৫ আগস্ট’) রাতে ব্যারাকে হামলা হয়েছে বলে দাবি করেন পালাতে থাকা পুলিশ সদস্যরা। তাদের দাবি, এতদিন ধরে নির্যাতিত বিএনপি ও জামায়াতের কর্মীরা পুঞ্জিভূত ক্ষোভ থেকে হামলা চালান। তারা ফের হামলা চালাতে পারেন ধারণায় পুলিশ সদস্যরা পালাচ্ছেন। তবে সিনিয়র পুলিশ সদস্যরা গতকাল সোমবার থেকে অনুপস্থিত আছেন। এমন পরিস্থিতিতে সব পুলিশ সদস্যরা কর্মবিরতি ঘোষণা করেছেন।

এক পুলিশ সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, পুলিশ বাহিনীকে বিতর্কিত করে ফেলা হয়েছে গত এক দশকে। তাই এ বাহিনীর সংস্কার ছাড়া আর কোন উপায় নেই। রাষ্ট্রীয় বাহিনী হলেও পুলিশকে জনগণ সদ্য ক্ষমতাচ্যুত সরকারের ক্যাডার হিসেবে বিবেচনা করছেন। তাই এ বাহিনীর সঙ্গে সম্পৃক্ত কেউ বর্তমানে নিরাপদ নয়। তাই বাড়ি চলে যাচ্ছি।’

তিনি আরও বলেন, প্রয়োজনে কৃষি কাজ করবো, তবু বাহিনী সংস্কার হওয়ার আগে ফিরবো না।’

এদিকে গতকাল সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করে পালানোর পর থেকেই রাজারবাগ পুলিশ লাইনসে নিযুক্ত ডিএমপির অনেক সিনিয়র পুলিশ কর্মকর্তাদের রহস্যজনক অনুপস্থিত আছেন। ফলে সাধারণ পুলিশ সদস্যদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। গতকাল সোমবার দপুরে রাজারবাগ পুলিশ লাইনের ভেতর থেকে ‘সিনিয়র অফিসাররা নাই কেন, সিনিয়ররা কই গেলো, সুবিধাবাদীরা গেল কই, আমার পুলিশ মরলো কেন’এসব প্রশ্ন তুলে স্লোগান দিতে শোনা গেছে।

এসব বিষয়ে মন্তব্য জানতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। তারা মুঠোফোনটি বন্ধ আছে বলে দেখা গেছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জ রায়গঞ্জে বিদ্যালয় প্রতিষ্ঠার তিন যুগেও নির্মান হয়নি সংযোগ রাস্তা’

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে বেংনাই উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাতায়াতের কোনো রাস্তা নেই। এতে চরম ভোগান্তি পোহাচ্ছেন শিক্ষক ও কোমলমতি শিক্ষার্থীরা। একমাত্র পথ ধানক্ষেতের কর্দমাক্ত

মোদি তৃতীয়বার প্রধানমন্ত্রী হলে মাথা ন্যাড়া করেন এএপি নেতা

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের লোকসভা নির্বাচনের ভোট শেষ হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টানা তৃতীয়বারের মতো ভূমিধস জয়ের পথে রয়েছেন বলেই আশা করা হচ্ছে। বুথফেরত জরিপ বলছে,

সাবেক প্রতিমন্ত্রী মরহুম জাফরুল ইসলামের স্মরণে বাঁশখালী পৌরসভা বিএনপির দোয়া মাহফিল

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ বাঁশখালী থেকে চার বারের নির্বাচিত সাংসদ, সাবেক বন ও পরিবেশ প্রতিমন্ত্রী, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র সাবেক সভাপতি মরহুম আলহাজ্ব

শ্রমিকদের বেতন-বোনাস না দিয়ে পালিয়েছে মালিকপক্ষ’

নিজস্ব প্রতিবেদক: রাজবাড়ীতে সাড়ে তিনশ শ্রমিক-কর্মচারীর তিন সপ্তাহের বেতন-বোনাস না দিয়ে মিলে তালা দিয়ে পালিয়েছে মালিকপক্ষ। বুধবার সকালে রাজবাড়ীর কালুখালী উপজেলার রূপপুর এলাকায় অবস্থিত কিং

‘সব ধরনের জ্বালানি তেলের দাম কমিয়ে প্রজ্ঞাপন জারি’

নিজস্ব প্রতিবেদক: বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। এতে বলা হয়, প্রতি

প্রয়াত সাংসদ জাফরুল ইসলামের কনিষ্টপুত্র মিশকাতুল ইসলাম’র মালয়েশিয়ায় আগমনে প্রবাসীদের সংবর্ধনা

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালীর সাবেক সাংসদ ও গণ-প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক বন ও পরিবেশ প্রতিমন্ত্রী প্রয়াত আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরীর সুযোগ্য