আন্তর্জাতিক ডেস্ক: ভারতের রাজস্থান রাজ্যে গত কয়েকদিনের প্রবল বৃষ্টিপাতে সৃষ্ট আকস্মিক বন্যায় ২০ জন নিহত হয়েছেন। গত শনিবার ও রোববার দুইদিনে রাজ্যটির বিভিন্ন স্থানে পানিতে ডুবে প্রাণহানির এই ঘটনা ঘটেছে'।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে জানা যায়, রাজস্থানে গত শনিবার থেকেই টানা বৃষ্টিপাত হচ্ছে। এতে রাজ্যের বিভিন্ন স্থানে ২০ জন মারা গেছেন। জায়গায় জায়গায় পানি জমে থাকায় বহু সড়কে বন্ধ হয়ে গেছে যান চলাচল। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে স্কুলগুলো বন্ধ ঘোষণা করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।
এই অবস্থা থেকে এখনই নিস্তার পাচ্ছে না রাজ্যটি। ভারতীয় আবহাওয়া দপ্তর রোববার (১১ আগস্ট') জানিয়েছে, পরবর্তী ২৪ ঘণ্টায়ও রাজস্থানে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।
মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মা দুর্যোগ ব্যবস্থাপনা পরিস্থিতি পর্যালোচনা করতে জয়পুরে জরুরি বৈঠক করেছেন।'
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.