রাজস্থানে চলন্ত যাত্রীবাহী বাস পুড়ে ছাই, দগ্ধ হয়ে মৃত্যু ২০

অনলাইন ডেস্ক: ভারতের রাজস্থানের জয়সলমেরে যাত্রীবাহী বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অগ্নিদগ্ধ হয়ে ২০ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় শোক জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেদ্র মোদি। নিহত পরিবারের জন্য আর্থিক সাহায্যও ঘোষণা করা হয়েছে।,

মঙ্গলবার চলন্ত একটি যাত্রীবাহী বাসে হঠাৎ আগুন লেগে ঝলসে যায় বহু যাত্রী।

জানা গেছে, মঙ্গলবার বিকেলের দিকে জয়সলমের থেকে যোধপুরগামী একটি যাত্রীবাহী বাস থাইয়াত সামরিক ঘাঁটির সামনে পৌঁছলে হঠাৎ ইঞ্জিনের দিক থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। কিছু বোঝার আগেই বাসটিতে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পুরো বাসজুড়ে। দাউ দাউ করে জ্বলতে থাকে বাসটি। আতঙ্কিত যাত্রীরা জানলা ভেঙে লাফিয়ে নামতে শুরু করেন। অনেকেই রাস্তায় পড়ে গুরুতর আহত হন, কেউ বা আগুনে পুড়ে মারা যান।

খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় সেনা সদস্যরা। উদ্ধারকাজে নামেন তারা। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পরে দমকল বাহিনীর কয়েকটি গাড়ি পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে পুরো বাসটি ভস্মীভূত হয়ে যায়।,

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় বাসে অন্তত ৫৭ জন যাত্রী ছিলেন। আগুন লাগার পরই চালক ও সহকারী বাইরে বেরিয়ে এসেছিলেন বলেও জানা গেছে। ঘটনার পর দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার এক্স হ্যান্ডেলে শোক প্রকাশ করে বলেন, জয়সলমিরের দুর্ঘটনায় প্রাণহানিতে আমি গভীরভাবে মর্মাহত। মৃতদের পরিবারদের প্রতি সহানুভূতি জানাচ্ছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।

প্রধানমন্ত্রীর দফতর থেকে জানানো হয়েছে, প্রত্যোক নিহতের পরিবার ২ লক্ষ এবং আহতদের ৫০ হাজার টাকা করে সাহায্য দেয়া হবে।,

এদিকে রাজ্য প্রশাসনও দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দিয়েছে। প্রাথমিকভাবে ধারণা, ইঞ্জিন থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তবে দমকলের কর্মীরা বলছেন, সঠিক কারণ জানতে বিস্তারিত তদন্ত প্রয়োজন। এই মর্মান্তিক ঘটনায় রাজস্থানের মানুষের মধ্যে গভীর শোক ও আতঙ্কের ছায়া নেমে এসেছে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

মেহেরপুরে বিদেশী পিস্তল সহ একজন গ্রেপ্তার 

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরে ১টি বিদেশী পিস্তল,৩ রাউন্ড গুলি ও ২টি ম্যাগজিনসহ গােলাম মােস্তফা ডাকু (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ডাকু জেলার গাংনী পৌর

রায়গঞ্জে মাধ্যমিক শিক্ষক সমিতির নবনির্মিত ভবনের উদ্বোধন 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে মাধ্যমিক শিক্ষক সমিতির নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে রবিবার দুপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির হলরুমে সভাপতি ইয়াকুব

রায়গঞ্জে এইচ.জি.বি.এল রৌহা উচ্চ বিদ্যালয়ের বিদায় অনুষ্ঠান 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে এইচ.জি.বি.এল রৌহা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় মাঠ চত্বরে প্রধান শিক্ষক আসাদুল

১৯ বছর বয়সেই শতকোটির মালিক জিয়াউল আহসানের মেয়ে জয়িতা’

নিজস্ব প্রতিবেদক: সেনাবাহিনী থেকে অব্যাহতিপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসানের মেয়ে তাসফিয়া আহসান জয়িতার নামে বিপুল সম্পদের সন্ধান মিলেছে। ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত হেবা দলিলের

গোপালগঞ্জে সহিংসতা: আরও ২০ জন গ্রেফতার, সেনাবাহিনী মোতায়েন

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পদযাত্রা ও সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গোপালগঞ্জে এখনও কারফিউ জারি রয়েছে। চলমান নিরাপত্তা পরিস্থিতির অংশ হিসেবে গত ১২

নাটোরে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত

নিজস্ব প্রতিবেদক: নাটোরের বড়াইগ্রামে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন। বুধবার (২৩ জুলাই) সকাল