ভিকে জয়, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: রাজশাহী শিক্ষা বোর্ডে ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত হয়ে মেধাবৃত্তি তালিকায় তৃতীয় স্থান অর্জন করেছে চৌহালী উপজেলাধীন এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আশিক আহমেদ আসিফ। সে এনায়েতপুর থানার খুকনী ইউনিয়নের কান্দিপাড়া গ্রামের আব্দুস সবুর করিমের ছেলে। এছাড়া ব্যবসায় শিক্ষা শাখায় মেধা বৃত্তি তালিকায় ট্যালেন্টপুলে সাদিকা মনি, সাদিয়া শরীফ সায়মা, খাদিজা খাতুন ও সাধারন শাখায় সিয়াম হোসেন, সুমাইয়া খাতুন ও মর্জিনা খাতুন উত্তীর্ণ হয়েছে।
তার এ সাফল্যে ঐতিহ্যবাহী এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে আনন্দ বইছে। বুধবার দুপুরে বিদ্যালয় চত্বরে মেধাবৃত্তিপ্রাপ্ত রাজশাহী শিক্ষা বোর্ডে প্রথম ও জেলায় প্রধান আসিফ সহ ৭ শিক্ষার্থীকে ফুল দিয়ে সংবর্ধনা দেয় বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.