
স্টাফ রিপোর্টার: আজ মঙ্গলবার (৩০ এপ্রিল) দেশের রাজশাহী বিভাগের বেশ কয়েকটি জেলায় কালবৈশাখী ঝড়, তীব্র বজ্রপাত এবং হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ শাহরিয়ার দুপুর ১টা ৩০ মিনিটে কৃত্রিম উপগ্রহ চিত্র বিশ্লেষণ করে জানান, দুপুর ২টা ৩০ মিনিট থেকে বিকেল ৬টার মধ্যে রাজশাহী, পাবনা ও সিরাজগঞ্জ জেলার উপর দিয়ে কালবৈশাখী ঝড়ের সঙ্গে বজ্রপাত ও বৃষ্টিপাত অতিক্রম করতে পারে।
তিনি বলেন, “বর্তমান আবহাওয়ার গতিপ্রকৃতি ও উপগ্রহচিত্রে পরিলক্ষিত মেঘমালার ঘনত্ব এবং বায়ুপ্রবাহ বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, উল্লিখিত এলাকাগুলোতে আজ বিকেলের মধ্যে বজ্রপাতসহ বৃষ্টিপাতের সম্ভাবনা অত্যন্ত বেশি।”
আবহাওয়াবিদ শাহরিয়ার এ সময় নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানান। বিশেষ করে খোলা জায়গায় অবস্থান না করা, বজ্রপাতের সময় মোবাইল ফোন বা ধাতব জিনিস ব্যবহার না করা এবং নিরাপদ আশ্রয়ে থাকা বিষয়ে পরামর্শ দেন তিনি।
এছাড়া স্থানীয় প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে প্রস্তুত থাকার অনুরোধ জানানো হয়েছে, যেন প্রয়োজন হলে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়।
সতর্কতামূলক নির্দেশনা:
বজ্রপাতের সময় গাছের নিচে অবস্থান করা থেকে বিরত থাকুন।
খোলা মাঠ বা উঁচু স্থানে না দাঁড়ানোর চেষ্টা করুন।
বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার এ সময় এড়িয়ে চলুন।
শিশু ও বৃদ্ধদের নিরাপদ স্থানে রাখুন।
আবহাওয়ার এই হঠাৎ পরিবর্তন কৃষিকাজ, বিদ্যুৎ সরবরাহ ও যোগাযোগ ব্যবস্থার উপরও সাময়িক প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।