রাজশাহী বিভাগে কালবৈশাখী ও তীব্র বজ্রপাতের আশঙ্কা: আবহাওয়াবিদদের সতর্কবার্তা

স্টাফ রিপোর্টার: আজ মঙ্গলবার (৩০ এপ্রিল) দেশের রাজশাহী বিভাগের বেশ কয়েকটি জেলায় কালবৈশাখী ঝড়, তীব্র বজ্রপাত এবং হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ শাহরিয়ার দুপুর ১টা ৩০ মিনিটে কৃত্রিম উপগ্রহ চিত্র বিশ্লেষণ করে জানান, দুপুর ২টা ৩০ মিনিট থেকে বিকেল ৬টার মধ্যে রাজশাহী, পাবনা ও সিরাজগঞ্জ জেলার উপর দিয়ে কালবৈশাখী ঝড়ের সঙ্গে বজ্রপাত ও বৃষ্টিপাত অতিক্রম করতে পারে।

তিনি বলেন, “বর্তমান আবহাওয়ার গতিপ্রকৃতি ও উপগ্রহচিত্রে পরিলক্ষিত মেঘমালার ঘনত্ব এবং বায়ুপ্রবাহ বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, উল্লিখিত এলাকাগুলোতে আজ বিকেলের মধ্যে বজ্রপাতসহ বৃষ্টিপাতের সম্ভাবনা অত্যন্ত বেশি।”

আবহাওয়াবিদ শাহরিয়ার এ সময় নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানান। বিশেষ করে খোলা জায়গায় অবস্থান না করা, বজ্রপাতের সময় মোবাইল ফোন বা ধাতব জিনিস ব্যবহার না করা এবং নিরাপদ আশ্রয়ে থাকা বিষয়ে পরামর্শ দেন তিনি।

এছাড়া স্থানীয় প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে প্রস্তুত থাকার অনুরোধ জানানো হয়েছে, যেন প্রয়োজন হলে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়।

সতর্কতামূলক নির্দেশনা:

বজ্রপাতের সময় গাছের নিচে অবস্থান করা থেকে বিরত থাকুন।

খোলা মাঠ বা উঁচু স্থানে না দাঁড়ানোর চেষ্টা করুন।

বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার এ সময় এড়িয়ে চলুন।

শিশু ও বৃদ্ধদের নিরাপদ স্থানে রাখুন।

আবহাওয়ার এই হঠাৎ পরিবর্তন কৃষিকাজ, বিদ্যুৎ সরবরাহ ও যোগাযোগ ব্যবস্থার উপরও সাময়িক প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রোমানা মাহমুদ বিভিন্ন গুরুত্বপূর্ণ পূজা মন্দির পরিদর্শন

নজরুল ইসলাম: সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ ২ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য রোমানা মাহমুদ  সিরাজগঞ্জ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পূজা মন্দির পরিদর্শন

সকালে শপথ নিয়ে দুপুরে জানলেন, চেয়ারম্যানের চেয়ার নেই

নিজস্ব প্রতিবেদক: রংপুরের গঙ্গাচড়া উপজেলা পরিষদের নির্বাচনে বিএনপির বহিষ্কৃত নেতা মোকাররম হোসেন আওয়ামী লীগের প্রার্থীকে পরাজিত করে জয়ী হন। তবে আদালতে মামলার কারণে শপথ নেওয়া

পাগলা মসজিদের দানবাক্সে মিলল রেকর্ড ২৯ বস্তা টাকা

নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের আলোচিত পাগলা মসজিদের দানবাক্স খুলে এবার রেকর্ড ২৯ বস্তা টাকা পাওয়া গেছে। এখন সেখানে গণনার কাজ চলছে। শনিবার সকাল ৭টায় এ দানবাক্সগুলো

৯৬ হাজার ৭৩৬ শিক্ষক নিয়োগের আবেদন শেষ হচ্ছে আজ

বাংলা পোর্টাল: বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৯৬ হাজার ৭৩৬ শূন্যপদে শিক্ষক নিয়োগের ৫ম গণবিজ্ঞপ্তিতে আবেদনগ্রহণ শেষ হচ্ছে আজ বৃহস্পতিবার। এদিন রাত ১২টা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।

কেন হাজার হাজার ইসরাইলি গ্রিসে পাড়ি জমাচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক: হিব্রু ভাষার একটি সংবাদমাধ্যম জানিয়েছে, হামাসের আল আকসা তুফান অভিযান শুরু হওয়ার পর হাজার হাজার ইহুদি ইসরাইল থেকে পালিয়ে গ্রিসে যাচ্ছে এবং সেখানে

কুবিতে ছাত্রদলের মিটিংয়ে না যাওয়ায় শিক্ষার্থীকে মারধর

কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি)। শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের ছাত্রদল কর্মীদের মিটিংয়ে না যাওয়ায় এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে আরেক ছাত্রদল কর্মীর বিরুদ্ধে। ওই ছাত্রদল