
নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের সদস্য ফরম ও রাজশাহী বিভাগীয় ওলামা দলের সাংগঠনিক টিমের সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ জানুয়ারি) বগুড়া ঠনঠনিয়াস্হ বগুড়া জেলা ওলামা দলের অস্থায়ী কার্যালয়ে রাজশাহী বিভাগীয় ওলামা দলের সাংগঠনিক টিমের সভা ও ফরম বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বগুড়া জেলা ওলামা দলের সাবেক আহবায়ক হাফেজ মাওলানা মোঃ জাকারিয়া।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় আহবায়ক কমিটির সিনিয়র সদস্য ও রাজশাহী বিভাগীয় ওলামা দলের সাংগঠনিক টিমের প্রধান মাওলানা মোহাঃ ইনামুল হক মাজেদী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় আহবায়ক কমিটির অন্যতম সদস্য ও রাজশাহী বিভাগীয় ওলামা দলের সাংগঠনিক টিমের সদস্য মাওলানা মোঃ তাজ উদ্দিন খান, সাংবাদিক শেখ মোঃ এনামুল হক, হাফেজ মোঃ আব্দুর রাজ্জাক।
সাংগঠনিক সভা শেষে বগুড়া জেলা, রাজশাহী জেলা, রাজশাহী মহানগর, সিরাজগঞ্জ জেলা, নাটোর জেলা, নওগাঁ জেলা, চাপাইনবাবগঞ্জ জেলা,জয়পুরহাট জেলা ওলামা দলের সাবেক আহবায়ক ও সদস্য সচিবের নিকট সদস্য ফরম বিতরণ করা হয়।