নিজস্ব প্রতিবেদক: আজকের পত্রিকার পাঠক ও শুভাকাঙ্ক্ষীদের সংগঠন পাঠকবন্ধু’র রাজশাহী কলেজ শাখার আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে, এতে আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন শরিফুল ইসলাম (সৌরভ) ও সদস্যসচিব যুবাইর রশিদ।
মঙ্গলবার (১৪ই জানুয়ারি) বিকালে আজকের পত্রিকার সম্পাদক গোলাম রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদন দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে আহ্বায়ক কমিটিতে মনোনীত সদস্যদের নাম প্রকাশ করা হয় এবং কমিটির সদস্যদের কর্মতৎপরতার ওপর ভিত্তি করে পরবর্তীতে পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি দেওয়া হবে।
এছাড়াও আহ্বায়ক কমিটিতে, যুগ্ন আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন মোঃ আব্দুল বাশার, যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল আলিম। সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মোঃ আবু রায়হান।
নির্বাহী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন, ফারজানা ইসলাম, প্রিয়ন্তী কর্মকার, রিফাত হাসান, ইশরাত ইশা ও নুসরাত নাঈম সাজিয়া।
আহ্বায়ক শরিফুল ইসলাম সৌরভ বলেন, আমরা নিজেদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে চাই। এ জন্য ভালো বন্ধু বা সঙ্গীর প্রয়োজন, পাঠকবন্ধু সেই চাহিদা পূরণ করবে এবং রাজশাহী কলেজ পাঠকবন্ধুর মাধ্যমে সবাই নিজেদের প্রতিভাকে বিকাশিত করতে পারবে বলে আশা করছি।
সাংগঠনিক সম্পাদক মোঃ আবু রায়হান বলেন, আমাদের চিন্তাশক্তি বাড়ানোর জন্য বই এবং পত্রিকা পড়া জরুরি। সেটা হতে পারে গল্পের বই কিংবা পাঠ্য বই। পাঠকবন্ধুর সঙ্গে যুক্ত হয়ে আমরা সত্যিকারের একজন পাঠক হতে চাই এবং সবাইকে নিয়ে পাঠকবন্ধুর সাথে বহুদূর এগিয়ে যেতে চাই।