নিজস্ব প্রতিবেদক: রাজশাহী কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের আয়োজনে শুক্রবার (২২ আগস্ট) দিনব্যাপী চড়ুইভাতি অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় কলেজ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের উদ্বোধন হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগের প্রধান ড. আবু নোমান মো. আসাদুল্লাহ। প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মু. যহুর আলী এবং বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর ড. মো. ইব্রাহিম আলী।
শিক্ষার্থীরা জানান, সারাবছর পড়াশোনার চাপের কারণে আনন্দ করার সুযোগ খুব একটা হয় না। এ আয়োজন তাঁদের মাঝে পারস্পরিক সম্পর্ক ও বন্ধুত্ব গড়ে তোলার পাশাপাশি বড় ভাই-বোনদের সাথে ঘনিষ্ঠ হওয়ার সুযোগও তৈরি করেছে। দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. জিম বলেন, “চড়ুইভাতি আমাদের একসাথে হাসি-আনন্দ ভাগাভাগির একটি বড় সুযোগ দিয়েছে।” তৃতীয় বর্ষের শিক্ষার্থী জেরিন ইসলাম বলেন, “শুধু আনন্দই নয়, আমরা সহযোগিতা ও বন্ধুত্বের মূল্যও বুঝতে পেরেছি।”
প্রধান অতিথি অধ্যক্ষ প্রফেসর মু. যহুর আলী তাঁর বক্তব্যে মেধা পাচার রোধের গুরুত্ব তুলে ধরে বলেন, দেশের উন্নতির জন্য তরুণ প্রজন্মকে নিজেদের যোগ্যতা দেশেই কাজে লাগাতে হবে। তিনি আশা প্রকাশ করেন, এমন আয়োজন শিক্ষার্থীদের মাঝে সৌহার্দ্য ও ইতিবাচক সম্পর্ক গড়ে তুলবে।
দিনব্যাপী এ অনুষ্ঠানে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনা, লটারি, খেলাধুলা ও পুরস্কার বিতরণ করা হয়। হাসি-আনন্দ আর বন্ধুত্বের উচ্ছ্বাসে জমে ওঠা চড়ুইভাতি উৎসবটি সন্ধ্যায় সমাপ্ত হয়।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.