
তানজিলা আক্তার রাজশাহী, প্রতিনিধি: রাজশাহী, ২১ এপ্রিল ২০২৪ রাজশাহীর পবা উপজেলার চরশ্যামপুর এলাকায় পদ্মা নদীতে গোলস করতে নেমে তিন মাদ্রাসার শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরের দিকে তারা গোসল করতে নেমে নিখোঁজ হয়। দুপুর পৌনে ৩টার দিকে রাজশাহীর ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাদের লাশ উদ্ধার করে। মৃতরা হলেন, কাটাখালি পৌরসভার ৫ নং ওয়ার্ডে বাখরাবাজ দক্ষিণপাড়ার রেন্টুর ছেলে যুবরাজ (১২), নুর ইসলামের ছেলে নুরুজ্জামান (১৪) ও লিটনের ছেলে আরিফ (১৪)। তারা সকলেই একই মাদ্রাসার শিক্ষার্থী।
রাজশাহী সদর ফায়ার সার্ভিসের ডুবুরির লিডার আব্দুর রাজ্জাক জানান, দুপুরের দিকে আমরা কন্টলরুমের মাধ্যমে খবর পাই পদ্মা নদীতে এক সঙ্গে সাতজন গোসল করতে নেমে তিন জন নিখোঁজ হয়। পরে আমিসহ ডুবুরির দল ওই এলাকায় তল্লাশী চালায়। এর পর ২টার থেকে পৌনে ৩টার মধ্যে এক এক করে তিনজনের লাশ উদ্ধার করা হয়। পরিবারের সদস্যদের কাছে আইনগত পক্রিয়া শেষে লাশগুলো হস্তন্তর করা হবে।
উল্লেখ্য, গত রোববার রাজশাহীর কাশিয়াডাঙ্গা থানার হাড়ুপুর এলাকায় পদ্মা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে শিক্ষার্থীসহ দুইজনের মৃত্যু হয়েছে।