পবা প্রতিনিধি: রাজশাহীর পবা উপজেলার দর্শন পাড়া ইউনিয়নের বিলনেপালপাড়া কৃষি প্রতিবেশবিদ্যা শিক্ষন কেন্দ্রে আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উপলক্ষে অভিজ্ঞতা বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
“অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন” । এই প্রতিপাদ্যের বিষয়কে সামনে রেখে এলাকায় গড়ে উঠা স্থানীয় জনসংগঠন বেসরকারী গবেষণা ধর্মী প্রতিষ্ঠান বারসিকের সহযোগিতায় দিবসটি পালিত হয়।
এসময় নারী দিবসকে কেন্দ্র করে উপজেলায় কৃষিতে যে সকল নারীরা নিরাপদ খাদ্য উৎপাদন স্থানীয় জাতের বীজ সংরক্ষন ভার্মিকম্পোষ্ট সার তৈরি বিভিন্ন ধরনের জৈব বালাইনাষক তৈরি ও ব্যবহার করে নিজেরা পরিবারে সমাজে নিরাপদ খাদ্য ও খাদ্য নিরাপত্তায় ভুমিকা রাখছেন সে সকল সফল কৃষকদের কার্যক্রম নিয়ে নিজেদের মধ্যে অভিজ্ঞতা বিনিময় তথ্য আদান প্রদান বীজ বিনিময় এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নারী দিবসে এলাকার কৃষক-কৃষানী, ইউপি সদস্য, শিক্ষার্থী, স্থানীয় জনসংগঠনের সদস্য, যুবক ও প্রবীন ব্যক্তিবর্গ অংশগ্রহন করেন।
দর্শনপাড়া ইউনিয়নের মহিলা কাউন্সিলার শুকিলা বেগম বলেন, নারীরা আর আগের মত পিছিয়ে নেই। তারা এখন সকল কাজে অংশগ্রহণ করে। নারীরা বাড়ির আঙিনায় সবজি চাষাবাদ করে নিজেদের পরিবারের সদস্যদের পুষ্টি চাহিদা মিটিয়ে উৎপাদিত সবজি বিভিন্ন বাজারে বিক্রি করছে। জৈব সার দিয়ে উৎপাদিত এইসব সবজির চাহিদাও বেশি। সংসারের কাজের ফাঁকে এই সবজি চাষাবাদ করছে নারীরা। নিরাপদ খাদ্য তৈরিতে সহায়ক ভুমিকা রাখছে গ্রামের নারীরা।
কৃষক শিল্পী বেগম বলেন, বাড়ির আশেপাশে পতিত জায়গায় বিভিন্ন ধরনের সবজি চাষাবাদ করেছি। এই জায়গা গুলো আগে পরিত্যক্ত পড়ে থাকত। এখন সবজির আবাদ করছি। উৎপাদিত সবজি নিজ পরিবারে খাবারের চাহিদা পুরুন করে বাজারে বিক্রি করে সংসারে কম খরচ কমাতে ভুমিকা রাখছি। তিনি আরো বলেন চলতি মৌসুমে নিজ বাড়ির উৎপদিত ফসল, হাঁস-মুরগি কবুতর পালন করে ২০ হাজার টাকা আয় করি। যা দিয়ে নিজের পছন্দমত পোশাক আশাক কেনা ছেলে মেয়েদের লেখাপড়া কাজে ব্যয় করছি। যা পরিবারের সহযোগি হিসেবে কাজ লাগছে।
আলোচনায় আরো অংশগ্রহন করেন বিল নেপালপাড়া তরুণ স্বপ্নযাত্রা সংগঠনের সদস্য মহাইমিনুল, দিঘিপাড়া গ্রামের কৃষানী আয়শা বেগম, বারসিক সহযোগী প্রোগ্রাম অফিসার মোঃ তৈাহিদুল ইসলাম, কমিউনিটি ফ্যাসিলেটর সুলতানা খাতুন প্রমুখ।
উল্লেখ্য, বারসিক মাঠ পর্যায়ে নিয়মিত কৃষকদের প্রশিক্ষন সহায়তা অভিজ্ঞতা বিনিময় সফর গ্রাম পর্যায়ে সভা বীজ মেলা প্রাণবৈচিত্র্য সহ মাঠ দিবস সহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নে সহায়তা করে আসছেন।