নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীতে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, বিস্ফোরক তৈরির সরঞ্জাম ও বিভিন্ন ইলেকট্রনিকস সামগ্রী উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নগরজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, শনিবার সকাল থেকে সেনাবাহিনীর ৪০ ইস্ট বেঙ্গল ব্যাটালিয়নের একটি দল নগরীর ‘ডক্টর ইংলিশ’ নামের একটি প্রতিষ্ঠান ঘিরে ফেলে। এটি আওয়ামী লীগ নেতা ও সাবেক মেয়র এএইচ এম খায়রুজ্জামান লিটনের পৈতৃক বাড়ির পাশে অবস্থিত।
অভিযানকালে উদ্ধার করা সামগ্রীর মধ্যে রয়েছে—দুটি বিদেশি এয়ারগান, একটি রিভলভার, কিছু গুলি, তিন বক্স এয়ারগান শিশা, একটি ম্যাগনেট, ছয়টি দেশীয় অস্ত্র, একটি জিপিএস ডিভাইস, চারটি ওয়াকিটকি, একটি ট্রাজারগান, ১০টি সিমকার্ড, একটি দূরবীন, বিস্ফোরক তৈরির সরঞ্জাম, পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র, বিভিন্ন নথিপত্র, তিনটি কম্পিউটার, তিনটি স্ক্যানার এবং ৩৫ বোতল মদ।
তবে অভিযানের বিষয়ে এখন পর্যন্ত সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি। রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র গাজিউর রহমান জানিয়েছেন, সেনাবাহিনীর এ অভিযান সম্পর্কে তাদের কাছে কোনো তথ্য নেই।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.