
তানজিলা আক্তার রাজশাহী, প্রতিনিধি: রাজশাহী, ২৮ জানুয়ারি ২০২৪ রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ৮ কেজি ৪০০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে পুলিশ।
আজ রোববার দুপুরে এ বিষয়ে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে গোদাগাড়ী থানা পুলিশ গোদাগাড়ীর মাদারপুর ডিমভাঙ্গা মহল্লায় অভিযান পরিচালনা করেন। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়িরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলের একাটি খামারবাড়ীর ভিতরে কয়েকটি স্থানে বালির স্তুপের মধ্যে প্লাস্টিকের বাজারের ব্যাগের মধ্যে ৮ কেজি ৪০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হেরোইন গুলোর আনুমানিক মূল্য ৮ কোটি ৪০ লাখ টাকা। এ ঘটনায় খামারের মালিক ওই গ্রামের আজিজুল হকের ছেলে ফরিদুল ইসলাম ও বাড়ীর কেয়ারটেকার মহিশালবাড়ী গ্রামের আতাউর রহমানের ছেলে সোহেল রানার নামে মামলা দায়ের করা হয়েছে। ফরিদুল ও সোহেল চিহ্নিত মাদক কারবারি। তাদের বিরুদ্ধে এর আগেও মাদকের মামলা হয়েছে। জামিনে বের হয়ে আবারও মাদক ব্যবসার সাথে জড়িত হয়ে পড়ছে। তারা দেশের বিভিন্ন স্থানে মাদক সরবরাহ করতো। এই দুই মাদক কারবারিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার আবু সালেহ আশরাফুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রফিকুল আলম, সিনিয়র সহকারি পুলিশ সুপার (গোদাগাড়ী সার্কেল) সোহেল রানা, জেলা গোয়েন্দা বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাই ও গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মতিন উপস্থিত ছিলেন।