তানজিলা আক্তার রাজশাহী প্রতিনিধি: রাজশাহী, ০৯ অক্টোবর ২০২৪ রাজশাহীতে ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু হয়েছে বাঙালি হিন্দু সম্প্রদায়ের প্রধান উৎসব শারদীয় দূর্গাপূজা।
আজ মহানগরীর মন্দিরগুলোতে সকালে দেবীর ষষ্ঠাদি কল্পারম্ভ ও বিহিত পূজা শুরু হয়। নানা আচার-অনুষ্ঠান পালন করা হচ্ছে পূজামন্ডপ গুলোত। সন্ধ্যাবেলায় দেবী দুর্গার আমন্ত্রণ ও অধিবাস হবে। এ আমন্ত্রণই হলো বোধন।
এবার, রাজশাহী জেলায় হিদু ধর্মালম্বীদের মাঝে উৎসাহ-উদ্দীপনার কেন্দ্রবিন্দুতে পরিনত হয়ছ ৪শ’ ১২টি পূজামন্ডপ। এর মধ্যে জেলায় ৯টি উপজেলায় ৩২৪টি ও মহানগরীতে ৭৮টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে।
উল্লেখ্য, গত ০২ অক্টোবর মহালয়ার মধ্যে দিয়ে আমন্ত্রণ জানানো হয়েছিলো দেবীপক্ষকে। ১৩ অক্টোবর বিজয়া দশমীর মাধ্যমে সমাপ্ত হবে এই মহাউৎসবর।