রাজশাহীতে মাদ্রাসায় সন্ত্রাসী হামলা: ছাত্র-ছাত্রী ও শিক্ষককে মারধরের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী দারুস সালাম কামিল মাদ্রাসায় বহিরাগতদের সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। সোমবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় মাদ্রাসা ক্যাম্পাসে ঢুকে ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের ওপর হামলা চালানো হয়।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, ঘটনাটি শুরু হয় স্থানীয় বাসিন্দা এবং এক শিক্ষার্থীর অভিভাবক আহমদ শরীফের মাধ্যমে। তিনি মাদ্রাসার অধ্যক্ষের কক্ষে প্রবেশ করে তার সাথে এবং অন্য এক শিক্ষকের সাথে অশালীন ভাষায় কথা বলতে শুরু করেন। বিষয়টি শান্তভাবে সামলানোর চেষ্টা করা হলে তিনি এক পর্যায়ে শিক্ষক মো.শাকিল হোসেনকে চড় মারেন এবং ধাক্কা দিয়ে ফেলে দেন। ঘটনাটি জানাজানি হলে সাধারণ শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে এবং আহমদ শরীফের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে উত্তেজিত শিক্ষার্থীরা তার ওপর চড়াও হয়।

আহমদ শরীফ পরে মাদ্রাসা থেকে বের হয়ে ২০-৩০ জন বহিরাগত লোক নিয়ে পুনরায় মাদ্রাসায় প্রবেশ করেন। তারা ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের মারধর শুরু করে। শিক্ষার্থীদের ভাষ্যমতে, তারা প্রথমে ছেলেদের মারধর করে, এরপর ছাত্রীদের গায়ে হাত তোলে। এ সময় শিক্ষকরা বাধা দেওয়ার চেষ্টা করলে তাদেরও ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। হামলায় ১০ জন শিক্ষার্থী আহত হন।

ভুক্তভোগী শিক্ষক শাকিল হোসেন বলেন, আমি আহমদ শরীফকে উত্তেজিত না হয়ে ভদ্রভাবে কথা বলতে অনুরোধ করি। কিন্তু তিনি আমাকে চড় মারেন এবং ধাক্কা দিয়ে ফেলে দেন।

আহমেদ শফিকের স্ত্রী বলেন, আমার স্বামী মানসিকভাবে অসুস্থ তাকে ডাক্তার দেখা হচ্ছে। তিনি ঠিকমতো ওষুধ খান না। তিনি এখন আমাদের সাথে থাকেন না। তিনি তার মায়ের কাছে থাকেন। এই ঘটনার আমি কিছুই জানিনা।

রাজশাহী দারুস সালাম কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মোঃ জাকির হোসেন বলেন, এই ঘটনার পর আমরা স্থানীয়দের নিয়ে বসেছিলাম এবং এটা সমাধান করেছি, আমাদের শিক্ষকদের হাত ধরে তারা ভুল স্বীকার করেছেন। এবং পরবর্তীতে এমন কিছু হবে না তারা সেই আশ্বাস দিয়েছে।

রাজপাড়া থানার ওসি আশরাফুল আলম বলেন, ঘটনার বিষয়ে আমরা অবগত হয়েছি। এখনো কোনো মামলা দায়ের করা হয়নি। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বাস-সিএনজি সংঘর্ষে টাঙ্গাইলে প্রাণ ঝরল ৩ জনের 

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ধনবাড়ীতে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিনজন নিহত হয়েছেন। এতে আরও একজন আহত হয়েছেন। তাৎক্ষণিক নিহতদের পরিচয় পাওয়া

রাজশাহী কলেজ শিক্ষার্থীর মৃত্যু, রাবির সহকারী প্রক্টরসহ ১৫ জনের নামে মামলা

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাজশাহী কলেজ শিক্ষার্থী মোঃ শিমুলের মৃত্যুর ঘটনায় রাবির সহকারী প্রক্টরসহ ১০ থেকে ১৫ জনকে অজ্ঞাত আসামী করে মামলা দায়ের করা হয়েছে।

আজহারের ফাঁসির রায় ছিল পৃথিবীর ইতিহাসে বিচারের নামে অবিচার: আপিল বিভাগ

নিজস্ব প্রতিবেদক: মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড থেকে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের খালাসের রায়ে চারটি পর্যবেক্ষণ দিয়েছেন আপিল বিভাগ। আদালত বলেছেন, ‘আজহারের ফাঁসির রায় ছিল

সুষ্ঠু নির্বাচন করতে হবে: সিইসি

নিজস্ব প্রতিবেদক: প্রধান নির্বাচন কমিশনার, সিইসি এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ‘আমরা কারো এজেন্ডা বাস্তবায়নে নেই। আমাদের এজেন্ডা বাংলাদেশের মানুষের এজেন্ডা।’ রোববার রাজধানীর আগারগাঁওয়ে

মৌসুমী, নুসরাত ফারিয়া, সাবিলা নূর, বাপ্পারাজসহ ২৫ তারকার ব্যাংক হিসাব জব্দ

নিজস্ব প্রতিবেদক: কর পরিশোধ না করায় বেশ কয়েকজন অভিনেতা-অভিনেত্রীর ব্যাংক হিসাব জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এই তালিকায় রয়েছেন চিত্রনায়িকা মৌসুমী, নুসরাত ফারিয়া, সাবিলা নূর,

মেজর সিনহা হত্যা মামলার আপিল শুনানি শুরু বুধবার থেকে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের অন্যতম আলোচিত হত্যা মামলা-সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার আপিল ও ডেথ রেফারেন্স শুনানি শুরু হচ্ছে আগামী বুধবার