
তানজিলা আক্তার রাজশাহী প্রতিনিধি: রাজশাহী, ২০ মার্চ ২০২৪ রাজশাহীতে মধ্যরাত থেকে গুড়িগুড়ি বৃষ্টি শুরু হয়েছে। দুপুর ২ টা পর্যন্ত ৮.৫ মিলিমিটার রের্কড করেছে রাজশাহী আবহাওয়া অফিস।
রাজশাহী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম জানান, বুধবার রাত আড়াইটা থেকে রাজশাহীতে বৃষ্টি শুরু হয়েছে। দুপুর ২টা পর্যন্ত বৃষ্টির পরিমান ৮.৫ মিলিমিটার রেকর্ড করা হয়েছে। সারাদিন গুড়িগুড়ি বৃষ্টি হয়ে আগামীকাল বৃহস্পতিবার বিকেলে তা কমার সম্ভাবনা রয়েছে। আগামী ২২ মার্চ আকাশ পুরোপুরি পরিষ্কার হওয়ার সম্ভবনা রয়েছে।
এছাড়াও আজ দুপুর ১২ টায় সর্বোচ্চ তাপমাত্রা ২১.৭ ডিগ্রি সেলসিয়াস এবং সকাল ৯টার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৮ ডিগ্রি সেলসিয়াম রেকর্ড করা হয়েছে। আর দুপুর ২টায় বাতাসের আদ্রতা ৯৫ ভাগ ছিলো।