রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, হাতবোমার বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সিটি করপোরেশনের ৪নং ওয়ার্ডের কোট বুলনপুর এলাকায় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

শুক্রবার (২৮ নভেম্বর) সন্ধ্যা সাতটার দিকে শুরু হওয়া এ সংঘর্ষে হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাস্থলে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, কোট বুলনপুর মোড়ে ওয়ার্ড বিএনপির দলীয় কার্যালয়ে নির্বাচনী প্রচারের প্রস্তুতি সভা ডাকা হয়। ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আহসান হাবিব রুবেল সভার আহ্বান জানান। আমন্ত্রণ পেয়ে সেখানে যোগ দেন সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা রুহুল আমিন টুনু। সভায় টুনুর উপস্থিতি দেখেই ক্ষুব্ধ হয়ে ওঠেন ওয়ার্ড সভাপতি রকিব উদ্দিন টুটুল। তিনি প্রশ্ন তোলেন- “টুনু এখানে কেন? কে তাকে দাওয়াত দিয়েছে? সে থাকলে আমরা মিটিং করব না।”

এ নিয়ে টুটুল ও সাধারণ সম্পাদক রুবেলের মধ্যে বাকবিনিময় হয়। একপর্যায়ে স্লোগান দিতে দিতে টুটুল ও তার অনুসারীরা সভাস্থল ত্যাগ করেন।

সাধারণ সম্পাদক আহসান হাবিব রুবেল জানান, সভায় থানা বিএনপির সভাপতি মিজানুর রহমান মিজান, সিনিয়র সহ-সভাপতি নাজিমুদ্দিন ও সাধারণ সম্পাদক আমিনুলও উপস্থিত ছিলেন। বিএনপির সিনিয়র নেতা হিসেবে টুনুকে সভায় ডাকা হয়েছিল। সভাপতি টুটুল বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পর ৩০-৪০ জন লাঠিসোটা নিয়ে কার্যালয়ে হামলা চালায়। এতে হাতাহাতির ঘটনা ঘটে এবং কার্যালয়ের সামনে একটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়। তবে কেউ আহত হয়নি।

বিএনপি নেতা রুহুল আমিন টুনু বলেন, “আমি বিএনপির রাজনীতি করি। গত সিটি নির্বাচনে প্রার্থী হওয়ায় সাময়িক বহিষ্কার হয়েছিলাম। তবে গত ২৪ নভেম্বর হাই কমান্ড আমার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে। সে অনুযায়ী আমি সব কার্যক্রমে অংশ নিতে পারি। রুবেলের আমন্ত্রণেই সভায় গিয়েছিলাম। যা ঘটেছে, তা অত্যন্ত দুঃখজনক।”

এ বিষয়ে ওয়ার্ড সভাপতি রকিব উদ্দিন টুটুলের বক্তব্য জানতে চেষ্টা করেও পাওয়া যায়নি। তবে রাজপাড়া থানা বিএনপির সভাপতি মিজানুর রহমান মিজান বলেন, বিষয়টি মহানগর কমিটিকে জানানো হয়েছে, তারা সিদ্ধান্ত নেবেন।

রাজপাড়া থানার ওসি হাবিবুর রহমান বলেন, “বিএনপি অফিসে ঝামেলার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়। হাতাহাতি ও একটি হাতবোমার বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জেনেছি। তবে এ বিষয়ে এখনো কেউ থানায় অভিযোগ করেনি।”

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

এনায়েতপুরে ২৫টি বসত ভিটা যমুনায় বিলীন, হুমকিতে ৫ শিক্ষা প্রতিষ্ঠান ও বহু ঘরবাড়ি

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাগঞ্জের এনায়েতপুরের চাঁদপুরে যমুনার তীব্র স্রোত ও ঘূর্ণাবর্তে প্রায় ২৫টি বসত ভিটা নদীতে বিলীন হয়েছে। গবাদি পশুসহ ঘরবাড়ির টিনের চাল চোখের সামনে

শাহজাদপুরে রিকশা চালকের মেয়ে চাঁদনী পেল মেডিকেলে ভর্তির সুযোগ 

সিরাজগঞ্জ প্রতিনিধি: দারিদ্রতাকে জয় করে মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে হতদরিদ্র রিকশা চালকের মেয়ে চাঁদনী খাতুন(১৮)। তিনি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের মাদলা গ্রামের হতদরিদ্র

রাখাল রাহার বিরুদ্ধে সাইবার আইনে মামলা

নিজস্ব প্রতিবেদক: ডিজিটাল মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) পাঠ্যবই সংশোধন ও পরিমার্জন কমিটির সদস্য রাখাল রাহা ওরফে সাজ্জাদুর রহমানের বিরুদ্ধে

চৌহালী যুব অধিকার পরিষদের কমিটি গঠন, সভাপতি হাসান খান তীব্র ও সম্পাদক মো: শাহজালাল রহমান

চৌহালী( সিরাজগঞ্জ) প্রতিনিধি: যুব অধিকার পরিষদের সিরাজগঞ্জের চৌহালী উপজেলার নতুন কমিটি গঠিত হয়েছে। ৩৭ সদস্যের এ কমিটিতে সভাপতি হয়েছেন মো: হাসান খান তীব্র ও সাধারণ

হাসিনার শাসনামলে ২৩৪ বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়েছে

নিজস্ব প্রতিবেদক: গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৫ বছরের শাসনামলে বাংলাদেশ থেকে প্রায় ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার অবৈধভাবে পাচার হয়েছে বলে ব্রিটিশ দৈনিক ফিনান্সিয়াল টাইমস

বেলকুচিতে ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত

জহুরুল ইসলামের স্টাফ রিপোর্টার: ধর্ষকের দ্রুত শাস্তি নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বেলকুচি উপজেলা শাখা ও শিক্ষাক-শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার (১১ মার্চ) সকাল ১১