
তানজিলা আক্তার রাজশাহী, প্রতিনিধি: রাজশাহী, ২৩ এপ্রিল ২০২৪ তীব্র রোদ-গরমে নাভিশ্বাস উঠেছে জনজীবনে। রাজশাহী অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপদাহ। যার প্রভাব পড়ছে জনস্বাস্থ্যে। জ্বর, সর্দি, কাশি, ডায়রিয়াসহ নানা রোগের প্রাদুর্ভাব বেড়েছে।
রাজশাহী আবহাওয়া অফিস জানিয়েছে, আজ বিকেল ৩টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪০.২ ডিগ্রী সেলসিয়াস যা তীব্র তাপদাহ হিসেবে রেকর্ড করা হয়েছে। আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২৪.২ ডিগ্রী সেলসিয়াস। আর বাতাসের আদ্রতা ছিল ২৫ শতাংশ। আরো কয়েকদিন এ তাপমাত্রা অব্যাহত থাকবে।
গতকাল (সোমবার) সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪০.০ ডিগ্রী সেলসিয়াস যা তীব্র তাপদাহ হিসেবে রেকর্ড করা হয়েছে। আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২২.২ ডিগ্রী সেলসিয়াস। আর গত পরশু (সোমবার) রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪১.৫ ডিগ্রী সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২৬.২ ডিগ্রী সেলসিয়াস।
বিশেষ করে তাপমাত্রা বৃদ্ধির ফলে খেটে হাওয়া ও দিন মজুর শ্রেনীর মানুষেরা পড়েছেন চরম বিপাকে। তাদের প্রতিদিনের আয় তুলতে অনেক কষ্ট সাধ্য হয়ে পড়েছে।
উল্লেখ্য, গত বছর ১৭ এপ্রিল রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২ দশমিক ৬ ডিগ্রী সেলসিয়াস।