নিজস্ব প্রতিবেদক: রাজশাহী নগরীর ডাবতলা থেকে টিসি হাট এলাকার মাঝামাঝি জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে সোমবার (১০ নভেম্বর) দিবাগত মধ্যরাতে ঝটিকা মিছিলের পরিকল্পনা এবং মশাল জ্বালিয়ে রাস্তায় মিছিল করার চেষ্টা করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ।
এসময় সেখানে দু’টি ককটেল সাদৃশ্য বিস্ফোরক দ্রব্য ও কয়েকটি মশার দেখা গেছে।
ঘটনার পরপরই সেখানে পুলিশ গিয়ে দু’টি ককটেল সাদৃশ্য বিস্ফোরক দ্রব্য উদ্ধার করেন এবং জেলা আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ে অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনার সময় পরিত্যক্ত আওয়ামী লীগের কার্যালয়ের ভেতরে অবস্থান করা একজন যুবককে সন্দেহমূলক আটক করেন শাহ মখদুম থানা পুলিশ।
প্রাথমিকভাবে জানা যায় সেই যুবকের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ এলাকায়।
তবে ঝটিকা মিছিলের পরিকল্পনা ও বিস্ফোরক দ্রব্য উদ্ধারের খররে ঘটনাস্থলে শাহ্ মখদুম থানা বিএনপি’র আহ্বায়ক মো.সুমন সরদার উপস্থিত হয়ে একটি প্রতিবাদ মিছিল করেন।
মিছিল শেষে সুমন সরদার বলেন,শাহমখদুম থানা এলাকায় জেলা আওয়ামী লীগের পাটি অফিসের পাশে আওয়ামী লীগের ককটেল বোমা হামলার প্রতিবাদে আমাদের এই তাৎক্ষণিক প্রতিবাদ মিছিল। আবারও এমন ঘটনা ঘটলে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কেউ আর শান্তিতে থাকতে পারবে না।
এবিষয়ে পুলিশ বলেন,দু’টি ককটেল সাদৃশ্য বিস্ফোরক দ্রব্য উদ্ধার ও পরিত্যক্ত জেলা আওয়ামী লীগের কার্যালয়ের ভেতরে অবস্থান করা একজন যুবককে সন্দেহজনক আটক করা হয়।,
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.