রাজশাহীতে ছাত্র আন্দোলনের ‘শহীদি মার্চ’ কর্মসূচী পালন

তানজিলা আক্তার রাজশাহী প্রতিনিধি: কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে রাজশাহীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদ ও আহতদের স্মরণে ‘শহীদি মার্চ’ কর্মসূচী পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩ টা থেকে রাজশাহীর তালাইমারিতে শহীদি মার্চ কর্মসূচি শুরু হয়। এর আগে ৩ টায় রাজশাহীর জিরো পয়েন্ট এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুইটি মিছিল তালাইমারির দিকে রওনা হয় এবং সকলেই একত্রে হয়ে শহীদি মার্চ কর্মসূচি পালন করে।

এ সময় ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’, ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’ এমন নানা স্লোগান দিতে থাকেন শিক্ষার্থী ও অংশগ্রহণকারীরা। শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী থেকে শুরু করে নানা শ্রেণি-পেশার মানুষ মার্চে অংশ নিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়, জিরো পয়েন্ট ও তালাইমারী এলাকায় এসেছিলেন। তাঁদের বেশির ভাগের হাতে বাংলাদেশের জাতীয় পতাকা দেখা গেছে।

ঠিক এক মাস আগে ৫ অগাস্ট দুপুর নাগাদ পদত্যাগ করে দেশত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। সাথে ছিলেন তার ছোট বোন শেখ রেহানা। এরপর থেকে সেখানেই আছেন তিনি। এ সময় রাজশাহী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয় সালাউদ্দিন আম্মার বলেন, আমাদের সকল শহীদ ভাইদের স্মরণ করে, সকল আহত ভাইদের শ্রদ্ধা জানাতে আজকে এই শহীদি মার্চ কর্মসূচির ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আজ থেকে প্রায় এক মাস আগে ছাত্র-জনতার অভ্যুত্থানে যে নতুন বাংলাদেশ পেয়েছি, সেই বাংলাদেশ পাওয়ার এক মাস পূর্ণ হয়েছে। কিন্তু এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমরা আমাদের হাজারেরও বেশি ভাইকে হারিয়েছি, যারা শহীদ হয়েছেন। আমরা অসংখ্য ভাইকে আহত অবস্থায় এখনো হাসপাতালে দেখতে পাই। অনেকের হাত নেই, অনেকে তাদের পা হারিয়েছেন। অনেকে চোখ হারিয়েছেন। আম্মার আরো জানান, যে ক্ষতি তাদের পরিবারের হয়ে গেল, এই পার্থিব দুনিয়াতে সেটি পূরণ করা সম্ভব নয়। কিন্তু আমাদের মনে হয়েছে আমরা আমাদের অবস্থান থেকে দাঁড়িয়ে ন্যূনতম শ্রদ্ধা জানাতে পারি। দোয়া করতে পারি। সে জায়গা থেকে আজকে একটি শহীদী মার্চ আয়োজন করা হয়েছে।

শিক্ষার্থী বিক্ষোভের শুরু হয়েছিল জুলাই মাসের শুরুতে উচ্চ আদালতের রায়কে কেন্দ্র করে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে। ২০১৮ সালে কোটা বাতিলের সরকারি প্রজ্ঞাপন বাতিল করে আদালত। তবে আলোচনা বা রাজনৈতিক সমাধানের পথে না গিয়ে আন্দোলন দমনে বলপ্রয়োগ করতে থাকে সারকার। সরকারের একের পর এক বক্তব্য, আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি ছাত্রলীগের মাধ্যমে আন্দোলন দমন এবং প্রতিবাদকারীদের দিকে গুলি চালানোর মতো ঘটনা পরিস্থিতি আরও জটিল করতে থাকে এবং বিক্ষোভ এক গণআন্দোলনে রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ইন্টারনেট বন্ধ রেখে কারফিউ জারি করলেও আন্দোলন থামেনি। পাঁচ সপ্তাহে শত-শত মানুষের মৃত্যু হয়, যার পূর্ণাঙ্গ হিসেব এখনো পাওয়া যায়নি। আন্দোলনের মধ্যে ১৬ জুলাই থেকে ১১ অগাস্টের মধ্যে সাড়ে ছয়শ মানুষের প্রাণ গেছে বলে জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয়-ইউএনএইচসিআর। দেশের ইতিহাসে সবচেয়ে কম সময়ে সবচেয়ে বেশি রক্তপাতের মধ্য দিয়ে পতন ঘটে সবচেয়ে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা শেখ হাসিনার স্বৈরাচারী সরকারের।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

৭০ বছরের বৃদ্ধের বিরুদ্ধে কিশোরী ধর্ষনের অভিযোগ

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলাধীন এনায়েতপুর থানার আজগড়া ঘোড়াপাড়া মল্লায় আবুল হোসেন ওরফে ভাপা পিঠা আবুলের (৭০) বিরুদ্ধে এক কিশোরীকে ধর্ষনের অভিযোগ ওঠেছে। তারা সম্পর্কে

সাত জেলায় মোশাররফ করিমের সাত বউ! আরেক বিয়ে করতে গিয়ে ধরা’

ঠিকানা টিভি ডট প্রেস: ওটিটি প্লাটফর্ম হইচই তাদের নতুন সিজনে সম্প্রতি ছয়টি সিরিজের ঘোষণা করেছে। ‘বোহেমিয়ান ঘোড়া’ তারই একটি। গল্পের আব্বাস চরিত্রে অভিনয় করছেন মোশাররফ

এনায়েতপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল 

ইয়াহিয়া খান, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের এনায়েতপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে মাহে রমযান এর তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ মার্চ)

জনগণ চাচ্ছেন পরিবর্তন, চাচ্ছেন নতুন মুখ সিরাজগঞ্জ -৩ আসনে উন্নয়নের ধারা অব্যহত রাখতে চায়ৎব্রিগেডিয়ার নজরুল হাসান মানিক

সাব্বির মির্জা, তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ রায়গঞ্জ-তাড়াশ ও সলঙ্গা নিয়ে সিরাজগঞ্জ-৩ আসন গঠিত। দীর্ঘ ১৫ বছরে বর্তমান আওয়ামীলীগ সরকারের উন্নয়নে পাল্টে গেছে এ এলাকার ভৌগলিক চিত্র

‘উপজেলা নির্বাচন নিয়ে উভয় সঙ্কটে আওয়ামী লীগ’

নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশন প্রথম ধাপে ১৫২টি উপজেলার তফসিল ঘোষণা করেছে। উপজেলা নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে দেখা গিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। তবে ক্ষমতাসীন আওয়ামী লীগ

পাবনায় ওসির অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল, উপজেলা আ. লীগের হরতাল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: পাবনার আটঘরিয়া উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান তানভীর ইসলামের বিরুদ্ধে মামলার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা।