নিজস্ব প্রতিবেদক: রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ১৬ হাজার ৪২৯টি মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। সোমবার রাত ৮টা ১৩ মিনিটে সরকারের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এ তথ্য জানানো হয়।
পোস্টে উল্লেখ করা হয়, রাজনৈতিক প্রতিপক্ষকে শাস্তি দেওয়ার উদ্দেশ্যে আইনকে অপব্যবহার করে হাজার হাজার মানুষকে মিথ্যা মামলায় জড়ানো হয়েছিল। এসব মামলা শুধু অভিযুক্তদের নয়, তাদের পরিবারের জন্যও দীর্ঘদিনের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। একই সঙ্গে রাজনৈতিক পরিবেশ ও বিচারব্যবস্থাও বিকৃত হয়েছে।
সরকার জানিয়েছে, মামলা প্রত্যাহারের এই পদক্ষেপের লক্ষ্য হলো অন্যায্য হয়রানি বন্ধ করা, রাজনৈতিক উত্তেজনা প্রশমিত করা এবং নির্বাচনের আগে একটি সমতাভিত্তিক পরিবেশ নিশ্চিত করা।
এছাড়া মিথ্যা মামলা প্রত্যাহারের মাধ্যমে অন্যায়ভাবে অভিযুক্তদের ন্যায়বিচার ফিরিয়ে দেওয়া হবে এবং একটি ন্যায্য রাজনৈতিক পরিবেশ প্রতিষ্ঠিত হবে। ফলে আসন্ন নির্বাচনে আরও বিস্তৃত অংশগ্রহণ নিশ্চিত করা সম্ভব হবে।
অন্তর্বর্তী সরকারের মতে, এই সংস্কার বিচারব্যবস্থা ও রাজনৈতিক প্রক্রিয়ার প্রতি আস্থা বাড়াবে এবং শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক ভবিষ্যতের পথ সুগম করবে।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.