রাজনীতিকে ‘সার্কাসে’ পরিণত করেছে টকশোগুলো

ঠিকানা টিভি ডট প্রেস: খেলা হবে’ বলে রাজনীতিকরা যে ‘অশ্লীল’ হাঁকডাক দেন, সেসব খেলার বেশিরভাগের মাঠ মূলত টিভির টকশোগুলো। ‘ধাড়ী’ টকাররা (সম্পাদকরাও!) অনএয়ারের আগেই সঞ্চালকদের কানে কানে বলেন, “খেলা আজ কোন দিকে? বল কার কোর্টে যাবে?” সঞ্চালকরা খেলার গতিপ্রকৃতি, ফলাফল জানিয়েই ফুঁ দেন বাঁশিতে। টিআরপির দিকে ‘শকুনের চোখে’ চরম মুহূর্তের অপেক্ষায় থাকেন প্রডিউসাররা।

স্ব-স্ব রাজনৈতিক দলের ন্যারেটিভের পক্ষে-বিপক্ষের আলোচনা ক্রমে যুক্তি, পাল্টাযুক্তির গণ্ডি পেরিয়ে তর্কবিতর্ক থেকে বাকযুদ্ধ, অবশেষে মল্লযুদ্ধে রূপ নেয়। ক্যামেরার পেছনে তখন তুমুল উত্তেজনা, হাততালি। টিআরপির পারদ লাফাতে শুরু করে। ভিউ বাড়তে বাড়তে অবশেষে ভাইরাল। আর ভাইরালে ভাইরালে বেড়ে যায় চ্যানেলের ব্র্যান্ড ভ্যালু।

দেশের কয়েক ডজন টিভি চ্যানেল গত কয়েক দশকে একই ফর্মুলায় হাজার হাজার, লাখ লাখ টকশো উৎপাদন ও বিক্রি করেছে, করছে। ব্র্যান্ডের ভিত্তিতে টকারদের আয়ও বেড়েছে বহুগুণ। সঞ্চালনায় যুক্ত হয়েছে দারুণ গ্ল্যামার। কোনো কোনো সঞ্চালক আবার রাজনীতিকদের অসাধারণ মেধার প্রমাণ হিসেবে হাজির করেছেন তাদের নাচ-গান-নাটকের মহড়া।

ফলে ফ্যান্টাসিতে বুঁদ হয়ে থাকা আমজনতার কাছে দিনে দিনে রাজনীতি হয়ে উঠেছে ‘সার্কাস’। রাজনীতিকরা পরিণত হয়েছেন এক একজন ‘জোকারে’। এত এত আয়োজনের পরেও দেশে রাজনীতির গুণগত মানে কোনো পরিবর্তন আনতে পারেনি টকশোগুলো। নব্বই দশকের বড় ধাক্কার পরও গণতন্ত্র ফেরেনি দলীয় রাজনীতিতে।

বরং ‘বখে যাওয়া রাজনীতি’ আর ‘লিপসার্ভিসের’ নেতারা টকশোর মাধ্যমে হয়ে উঠেছেন ‘স্পেশাল এন্টারটেইনমেন্ট’। কুড়িয়ে যাচ্ছেন তরুণ প্রজন্মের চরম ঘৃণা আর উপেক্ষা। বোদ্ধারা হয়তো বলবেন, গণমাধ্যমের দায়িত্ব রাজনীতির ফ্যাক্ট তুলে ধরা, গণতান্ত্রিকভাবে শুদ্ধ করে তোলার দায়িত্ব নয়। তাহলে প্রশ্ন, “হৃদয়ে বাংলাদেশ”, “অবিরাম বাংলার মুখ”, “সময়ের প্রয়োজনে সময়”, “সংবাদ নয় সংযোগ”- অসাধারণ এসব স্লোগানের শানে নুযুল কী?

প্রথাবিরোধী, বহুমাত্রিক লেখক হুমায়ুন আজাদ বলেছেন, “টেলিভিশন, নিকৃষ্ট জিনিসের এক নম্বর পৃষ্ঠপোষক, হিরোইন প্যাথেডিনের থেকেও মারাত্মক। মাদক গোপনে নষ্ট করে কিছু মানুষকে, টেলিভিশন প্রকাশ্যে নষ্ট করে কোটি কোটি মানুষকে।” তিনি আরও বলেছেন, “বাংলাদেশের প্রধান মূর্খদের চেনার সহজ উপায় টেলিভিশনে কোনো আলোচনা-অনুষ্ঠান দেখা। ওই মূর্খমণ্ডলিতে উপস্থাপকটি হচ্ছেন মূর্খশিরোমণি।”

কয়েক দশক আগের সেই পরিস্থিতি থেকে আমরা কতটা এগিয়েছি? যদি বলতে পারতাম, “টকশোর মাধ্যমে হিংসা, প্রতিহিংসা, বিভেদ ভুলে দেশে রাজনীতির গুণগত মানে অভূতপূর্ব পরিবর্তন ঘটেছে। আগের চেয়ে অনেক বেশি রুচিশীল, উদার, গণতন্ত্রমনা, সহনশীল, অহিংস হয়েছে। সত্যি দারুণ স্বস্তি হতো।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বাংলাদেশ-ভারত সম্পর্ক অন্যদের জন্য মডেল: শেখ হাসিনা

ঠিকানা টিভি ডট প্রেস: আলোচনার মাধ্যমে বাংলাদেশ ও ভারত বিভিন্ন সমস্যা সমাধান করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দুই প্রতিবেশী দেশের সম্পর্ক অন্যদের জন্য

দেশের ২২ প্রেক্ষাগৃহে ‘সুলতানপুর’

জাতীয় পুরস্কারপ্রাপ্ত নির্মাতা সৈকত নাসির পরিচালিত সিনেমা ‘সুলতানপুর’। পলিটিক্যাল-অ্যাকশন থ্রিলার ঘরানার সিনেমাটি শুক্রবার (২ জুন) দেশের ২২টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। তথ্যটি নিশ্চিত করেছন নির্মাতা নিজেই।

রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল

ডেস্ক রিপোর্ট: রাজধানীতে মহানগর আওয়ামী লীগের উদ্যোগে ঝটিকা বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সকাল ৭টা ১০ মিনিটের দিকে রায়তুল মোকারমের দক্ষিণ গেট থেকে এই

‘দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ৩০ জানুয়ারি’

বাংলা পোর্টাল: দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ৩০ জানুয়ারি শুরু হবে। ২০২৯ সালের ২৯ জানুয়ারি এ সংসদের পাঁচ বছরের মেয়াদ শেষ হবে। রাষ্ট্রপতি মো.

‘বহুল আলোচিত রাম মন্দিরের উদ্বোধন আজ, আমন্ত্রিত ৭ হাজার অতিথি’

আন্তর্জাতিক ডেস্ক: রাম মন্দির উদ্বোধন অনুষ্ঠানকে ঘিরে ভারতের উত্তর প্রদেশের অযোধ্যাকে কড়া নিরাপত্তার চাঁদরে ঢেকে ফেলা হয়েছে। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঠেকাতে ড্রোন, স্নাইপার

এস আলমের গৃহকর্মী মর্জিনাও কোটিপতি

নিজস্ব প্রতিবেদক: এস আলম গ্রুপের মালিক সাইফুল আলমের বাড়ির কাজের মেয়েও কোটিপতি। গৃহকর্মীর নাম মর্জিনা আক্তার। শীর্ষ ব্যবসায়ী এস আলমের গৃহকর্মী মর্জিনা আক্তারের নামে কোটি