নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বংশাল থানাধীন সিক্কাটুলি এলাকায় পারিবারিক কলহের জেরে মাকসুদা খানম (২৬)। নামে এক গৃহবধূকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। অভিযুক্ত স্বামী ইব্রাহিম খানকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার ভোররাতের দিকে মাকসুদার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় বংশাল থানা পুলিশ।
নিহত মাকসুদা খানম সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার গোপালপুর গ্রামের মাদ্রাসার শিক্ষক মাওলানা হাফেজ আব্দুল বাতেন খানের মেয়ে। তিনি বর্তমানে স্বামীর সঙ্গে বংশালের ২৪ নম্বর সিক্কাটুলির বাসায় থাকতেন।
বংশাল থানার উপ-পরিদর্শক (এসআই)। ফেরদৌস আলম বলেন, বেশ কিছুদিন ধরে স্ত্রী মাকসুদা খাতুন পরকীয়া করছে-এমন সন্দেহে প্রায়ই ইব্রাহিম ঝগড়া করতেন। গতকাল শুক্রবার বিকেলে এই বিষয় নিয়েই তাদের দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ইব্রাহিম হাতুড়ি দিয়ে স্ত্রী মাকসুদা খাতুনকে আঘাত করে গুরুতর জখম করেন। এতে ঘটনাস্থলেই মাকসুদার মৃত্যু হয়। তাঁর মাথায় গুরুতর জখম চিহ্ন পাওয়া গেছে।’
এসআই ফেরদৌস আরও বলেন, এই ঘটনায় অভিযুক্ত স্বামী ইব্রাহিমকে গ্রেপ্তার করা হয়েছে। পরে খবর পেয়ে ওই বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।’
অভিযুক্ত ইব্রাহিম বাসায় বসে ফ্রিল্যান্সিংয়ের কাজ করেন উল্লেখ করে এসআই ফেরদৌস আলম জানান, এ ঘটনায় নিহতের ছোট ভাই মোস্তাফিজুর রহমান থানায় হত্যা মামলা দায়ের করেছেন। আসামি ইব্রাহিমকে আজ আদালতে তোলা হবে।'
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.