নিজস্ব প্রতিবেদক: জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে আজ রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করবে জামায়াতে ইসলামীসহ সাতটি রাজনৈতিক দল। তিন দিনের অভিন্ন কর্মসূচির অংশ হিসেবে এটি প্রথম দিনের কর্মসূচি।
জামায়াতের পাশাপাশি ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন ও জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) এ কর্মসূচিতে অংশ নিচ্ছে।
দলগুলোর ঘোষিত দাবির মধ্যে রয়েছে—
জুলাই জাতীয় সনদের ভিত্তিতে নির্বাচন আয়োজন
প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) ব্যবস্থা চালু
সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত
সরকারের ‘জুলুম-নির্যাতন ও দুর্নীতির’ বিচার
জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা
জামায়াত জানিয়েছে, আজ বিকেল সাড়ে ৪টায় বায়তুল মোকাররম দক্ষিণ গেটে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার যৌথ উদ্যোগে সমাবেশ হবে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ জানায়, বাদ জোহর বায়তুল মোকাররমের উত্তর গেটে তাদের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে। এতে নেতৃত্ব দেবেন দলের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।
এ ছাড়া বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন ও জাগপা রাজধানীতে পৃথকভাবে বিক্ষোভ কর্মসূচি পালন করবে।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.