
নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে জলবায়ু সংকটে ক্ষতিগ্রস্ত নগরের বস্তিবাসীদের আবাসন সমস্যা সমাধানে জাতীয় সংলাপ। বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুর কবির অডিটোরিয়ামে এ আয়োজন করে বাংলাদেশ রিসোর্স ফর ইন্ডিজেনাস নলেজ, বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র ও কোয়ালিশন ফর দ্য আরবান পুয়র।
সংলাপে সিটি কর্পোরেশন ও রাজউকের প্রতিনিধি, নগর পরিকল্পনাবিদ, গবেষক, যুব প্রতিনিধি, সুশীল সমাজ ও নগরের বস্তিবাসীরা অংশ নেন।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে গ্রাম থেকে শহরে আসা বিপুল সংখ্যক মানুষ আশ্রয় নিচ্ছেন শহরের বস্তিগুলোতে। সীমিত আয় ও অপ্রতুল আবাসনের কারণে তারা মানবেতর জীবনযাপন করছেন। তাই নগর উন্নয়ন পরিকল্পনায় প্রান্তিক মানুষের জন্য স্থায়ী ও টেকসই আবাসনের উদ্যোগ নেওয়া জরুরি।











